এখন পড়ছেন
হোম > জাতীয় > গুজরাটে মোদীর পদার্পনের আগে কংগ্রেস আর রাহুল গান্ধী নিয়ে চাপে বিজেপি শিবির

গুজরাটে মোদীর পদার্পনের আগে কংগ্রেস আর রাহুল গান্ধী নিয়ে চাপে বিজেপি শিবির


বিজেপির প্রচারের মুখ নরেন্দ্র মোদী গুজরাতে আসছেন আগামীকাল, যদিও মোদী আসার আগেই এই দফায় নয়-নয় করে দশটি সভা করার কথা রাহুল গান্ধীর, যার একটি হয়েছে পাতিদার অধ্যুষিত এলাকা নিকোলে। এছাড়াও তিনি সভা করেন পোরবন্দর ও আহমেদাবাদে। বিজেপিকে পাল্টা চাপে ফেলতে মন্দিরে মন্দিরে গিয়ে ইতিমধ্যেই জনসংযোগকে অস্ত্র করে ফেলেছেন রাহুল। দলিত-পাতিদার-অনগ্রসর তথা সামগ্রিক ভাবে হিন্দুদের কাছে টানতে মোদী-অমিতের কৌশলকেই কাজে লাগাচ্ছেন তিনি।
মোদীর দুর্গে জাতীয়তাবাদের প্রশ্নেও কিস্তি মাত করতে চান রাহুল। এই সফরেই রাহুলের হাতে তুলে দেওয়া হবে বিশাল বড় জাতীয় পতাকা। পাল্টা আক্রমণে অমিত শাহ আজ পাঁচটি প্রশ্ন করেছেন রাহুলকে। তাতে মনমোহন সিংহের জমানায় নর্মদা প্রকল্প ঝুলিয়ে রাখা, গুজরাতকে বিভিন্ন খাতে অনুদান-রয়্যালটি না দেওয়ার অভিযোগ করেছেন তিনি। ফলে রাজনৈতিক মহলের ধারণা মোদীর স্বভূমে পা রাখার আগে কংগ্রেস বা রাহুল গান্ধীকে আর হাল্কা ভাবে মোটেই নিচ্ছে না বিজেপি। তাকি অতিসাবধানতা নাকি, ওপিনিয়ন পোলের চাপ ক্রমশ গ্রাস করছে বিজেপি শিবিরকে প্রশ্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!