এখন পড়ছেন
হোম > জাতীয় > ‘ভাবিজি পাঁপড়ে’ করোনা সারানোর নিদান দেওয়া কেন্দ্রীয় মন্ত্রীই এবার করোনা আক্রান্ত হলেন!

‘ভাবিজি পাঁপড়ে’ করোনা সারানোর নিদান দেওয়া কেন্দ্রীয় মন্ত্রীই এবার করোনা আক্রান্ত হলেন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা ভাইরাস ভারতবর্ষে প্রবেশ করার সাথে সাথেই কখনও ধর্মীয়ভাবে প্রয়োগ করে আবার কখনও বা নানা বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে করোনা ভাইরাসকে দূরীভূত করার কথা বলেছেন অনেক বিজেপি নেতা। অনেকের গলায় শুনতে পাওয়া গিয়েছে, করোনা পুজো করলে নাকি করোনা ছেড়ে যাবে। অনেকে আবার বলেছেন, করোনা, করোনা বলে উচ্চারিত করলে নাকি বিদায় নেবে করোনা ভাইরাস।

আর এরই মাঝে কিছুদিন আগেই করোনা ভাইরাস থেকে বাঁচতে ভাবিজী পাপড় খাওয়ার পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই দেশজুড়ে তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে। অনেকেই গোটা ঘটনা নিয়ে রসিকতার সুরে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ করতে শুরু করেন। ফলে এই ঘটনা নিয়ে যখন গোটা দেশজুড়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে, ঠিক তখনই চলে এল অর্জুনরাম মেঘাওয়ালের করোনা পজেটিভ রিপোর্ট।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন নিজের করোনা পজিটিভ রিপোর্টের কথা ট্যুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। অনেকে বলছেন, যিনি ভাবিজি পাপড় খাইয়ে করোনা ভাইরাস দূরীভূত করার কথা বললেন, এবার তিনিই সেই পাপড় খেয়েও করোনা ভাইরাসের উপদ্রব থেকে রক্ষা পেলেন না। কিন্তু এখন কেমন আছেন কেন্দ্রীয় মন্ত্রী? জানা গেছে, শনিবার অর্জুন রাম মেঘাওয়ালের রিপোর্ট পজিটিভ আসার সাথে সাথেই তাকে এইমসে ভর্তি করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে করোনা ভাইরাস সংক্রমিত হয়ে হু হু করে বাড়তে শুরু করেছে।

কোনো নেতা, মন্ত্রী, কেউই এই ভাইরাসের হাত থেকে বাঁচতে পারছেন না। এবার ভাবিজী পাপড় খেলে করোনা ভাইরাস সেরে যাবে বলে দাওয়াই দেওয়া কেন্দ্রীয় মন্ত্রীও আক্রান্ত হলেন এই ভাইরাসে। তবে দ্রুত যাতে এতে সেরে ওঠেন অর্জুন রাম মেগাওয়াল, সেই ব্যাপারে প্রার্থনা করতে শুরু করেছেন তার অনুগামীরা। এখন কবে দ্রুত সেরে ওঠেন তিনি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!