এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > প্রভাবশালী বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে বোমা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন! শোরগোল রাজ্যে

প্রভাবশালী বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে বোমা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন! শোরগোল রাজ্যে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ সালের বিধানসভা ভোটের আগমনবার্তা যতই স্পষ্ট হতে শুরু করেছে রাজ্যে ততই বাড়ছে সংঘর্ষ, খুন, বোমা নিক্ষেপ, গোলাগুলির মতো ঘটনা। তাই বারেবারে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য। গতকাল শনিবার রাতে প্রবাবশালী এক বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা সামনে এলো।

স্থানীয় সংবাদসূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে উত্তর চব্বিশপরগনা জেলার বিজাপুরের বালিভাড়া এলাকায় অবস্থিত ভ্রাতৃসংঘ ক্লাবে জনৈক বিজেপি সমর্থক মানিক সদস্যের উপরে আচমকা দুষ্কৃতী হামলা হয়। দলীয় সদস্য মানিক দাসের উপরে হামলার খবর পেয়ে আক্রান্ত মানিক দাসকে নিয়ে বিজপুর থানায় অভিযোগ দায়ের করতে যান নৈহাটী পুরসভার বিজেপির বিদায়ী পুরপ্রধান গণেশ দাস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গণেশ বাবুর অভিযোগ, থানা থেকে ফেরার পথে অকস্মাৎ তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে কিছু দুষ্কৃতী। অল্পের জন্য তিনি নিজের প্রাণ বাঁচাতে সক্ষম হন। কিন্তু, গতকাল রাতেই আবার আচমকা গণেশ বাবুর বাড়িতে চড়াও হয় বিজপুর থানার পুলিশ। বলপুরপক পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়, তারপর আজ সকালে তাঁকে মুক্তি দিয়েছে পুলিশ।

জোরকরে বাড়ি থেকে ধরে আনার জন্য পুলিশের প্রতি বিক্ষুব্ধ হয়েছেন গণেশ বাবু। তবে এ প্রসঙ্গে বিজপুর থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পুলিশ গতকাল রাতে গণেশ বাবুকে মোটেই গ্রেফতার করেনি, বরং তাঁকে উদ্ধার করেছিল। তবে গণেশ বাবুর অভিযোগের পরিপ্রেক্ষিতে এখনো কোন দুষ্কৃতীকে গ্রেফতার করা পুলিশের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!