রাজনৈতিক পরিস্থিতি বদলাচ্ছে, পুরনো কর্মীদের সম্মান দিন: সুব্রত বক্সী বিশেষ খবর রাজ্য December 3, 2017 পশ্চিম মেদিনীপুরে কি ক্রমশ বিরোধী পরিসর দখল করছে গেরুয়া শিবির? শাসকদল মুখে স্বীকার না করলেও কলকাতার এক বহুল প্রচারিত দৈনিকের খবর অনুযায়ী, সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বেশ কিছু নেতা কর্মী শাসকদলে যোগ্য সম্মান না পাওয়ার অভিযোগ তুলে বিজেপিতে যোগদান করেছেন। আর তাই গড়বেতা, শালবনি, চন্দ্রকোনা ও কেশপুর বিধানসভা এলাকার নেতাদের কলকাতায় ডেকে পাঠান তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ওই পত্রিকার দাবি তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি সেই মিটিং সম্পর্কে জানিয়েছেন, উনি (সুব্রত বক্সী) স্পষ্ট জানিয়েছেন, পুরনো কর্মীদের সম্মান দিতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে হবে। ভুলভ্রান্তি থেকে থাকলে আলোচনা করতে হবে। বিধানসভা এলাকার নেতৃত্বকে নিয়ে এমন বৈঠক এর আগে হয়নি। উনি কর্মীদের কথা শুনেছেন। প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে। নির্বাচনের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে সুব্রতবাবু জানিয়েছেন, সুযোগ-সন্ধানী মানুষদের দূরে রাখুন, দূরে থাকুন। কারণ, রাজনৈতিক পরিস্থিতি বদলাচ্ছে। দলে অনেক মানুষ আছেন যাঁরা একটু সম্মান চান, পদ চান না। তাঁদের সম্মান দিতে হবে। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই সংবাদপত্রে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এর সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই সংবাদপত্রে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়। আপনার মতামত জানান -