এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার গোটা তৃণমূল ভবনটাই ভেঙ্গে দেওয়ার হুমকি দিলীপ ঘোষের

এবার গোটা তৃণমূল ভবনটাই ভেঙ্গে দেওয়ার হুমকি দিলীপ ঘোষের

এক দলীয় জনসভায় বক্তৃতা করতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবার রাজ্যের শাসকদলের হেড কোয়ার্টার ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিলেন। সূত্র মারফত জানা যাচ্ছে পূর্ব বর্ধমানের কাটোয়ায় এক প্রকাশ্য জনসভায় তিনি শাসকদলের বিরুদ্ধে অভিযোগ আনেন যে তৃণমূলের প্ররোচনায় রাজ্যে তাঁদের বিভিন্ন পার্টি অফিস ভাঙ্গা হচ্ছে আর তারই বদলা হিসাবে তিনি তৃণমূল ভবন ভাঙ্গার হুমকি দেন।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের হামলায় রাজ্যজুড়ে এখনও পর্যন্ত বিজেপির ৪০টি পার্টি অফিস ভেঙ্গে গিয়েছে। তবে বিজেপি তৃণমূলের কোনও ছোটখাটো পার্টি অফিস ভাঙ্গবে না, যদি ভাঙ্গার হয় একেবারে কলকাতায় তৃণমূল ভবনটাই ভেঙ্গে দেবে। তারপর রাস্তায় দাঁড়িয়ে মিটিং করতে হবে দিদিমণিকে!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!