গুজরাট ও হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচন ২০১৭ – ফাইনাল রেজাল্ট জাতীয় বিশেষ খবর December 18, 2017 সারাদিনের টানটান উত্তেজনার পরে শেষ হল গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের ভোটগণনা। গুজরাটে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া সামলেও ক্ষমতা ধরে রাখলো বিজেপি, শুধু তাই নয় কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিল হিমাচল প্রদেশ। কিন্তু এতো করেও দিনের শেষে হাসিটা খুব বেশি চওড়া হল না নরেন্দ্র মোদী-অমিত শাহ জুটির। কেননা গুজরাটে ১৮২ আসনের বিধানসভায় অমিত শাহের দাবি ছিল ১৫০ আসন, সেখানে কোনোরকমে জুটল সংখ্যাগরিষ্ঠতা। অন্যদিকে হিমাচলে হেরে গেলেন স্বয়ং মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। অন্যদিকে পিছন থেকে লড়াই শুরু করে যথেষ্ট ভালো ফল কংগ্রেসের, সরকার গঠন করতে না পারলেও গুজরাটে প্রবলতর প্রতিদ্বন্দ্বী বিজেপিকে চাপে ফেলে দেওয়া গেছে, শুধু তাই নয় সব জনমত সমীক্ষাকে ফেল করিয়ে হিমাচলে ক্ষমতা হারালেও যতটা খারাপ ফল দেখানো হয়েছিল তার থেকে ঢের ভালো ফলাফল। তাই দিনের শেষে ‘নৈতিক জয়’ দেখছে কংগ্রেস, অন্যদিকে বিজেপির স্লোগান ‘জো জিতা ওহি সিকান্দার’, আসুন একনজরে দেখে নেওয়া যাক দুই রাজ্যের ফাইনাল রেজাল্ট গুজরাট বিধানসভা (মোট আসন ১৮২) বিজেপি ৯৯ টি আসনে জয়ী কংগ্রেস ৮০ টি আসনে জয়ী অন্যান্যরা ৩ টি আসনে জয়ী হিমাচল প্রদেশ বিধানসভা (মোট আসন ৬৮) বিজেপি ৪৪ টি আসনে জয়ী কংগ্রেস ২১ টি আসনে জয়ী অন্যান্যরা ৩ টি আসনে জয়ী আপনার মতামত জানান -