এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > প্রার্থী হতেই হেভিওয়েট বিজেপি নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার, গেরুয়া শিবিরের অস্বস্তি তুঙ্গে!

প্রার্থী হতেই হেভিওয়েট বিজেপি নেতার বিরুদ্ধে পড়ল পোস্টার, গেরুয়া শিবিরের অস্বস্তি তুঙ্গে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সকলের কাছে স্বাভাবিক ব্যাপার হলেও এবং তা নিয়ে বিজেপি কটাক্ষ করলেও, এবার বিজেপির পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব। বিধানসভা নির্বাচনের মুখে দাঁড়িয়ে তৃণমূলকে কুপোকাত করতে যখন ব্লু প্রিন্ট সাজাতে ব্যস্ত গেরুয়া শিবির, তখন পাল্টা গেরুয়া বাহিনীর অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপি নেতা কর্মীরাই।

জানা গেছে, পুরুলিয়া জেলার পাড়া বিধানসভা কেন্দ্রে এবার বিজেপি প্রার্থীর বিরোধিতায় পোস্টার পড়তে দেখা গেল। যেখানে দাবি করা হয়েছে, 50 হাজার ভোটে এই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরাজিত হবেন। স্বাভাবিকভাবেই এই ঘটনার পেছনে কারা জড়িত, এখন তা নিয়ে শোরগোল তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে।

বিশেষ সূত্র মারফত খবর, এই পাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে এই পোস্টার দেওয়া হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, টাকার বিনিময়ে প্রার্থীপদ বিক্রি করা হয়েছে। 2016 র বিধানসভা ভোটে এই বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে নদীয়াচাদ বাউরিকে প্রার্থী করা হয়। কিন্তু এবারও তার ওপর ভরসা রেখেছে ভারতীয় জনতা পার্টি। আর তারপরেই বিজেপির ব্যানার দিয়ে সেই প্রার্থীর ব্যাপারে আপত্তি পোষণ করে এই ধরনের ঘটনা সত্যিই নজিরবিহীন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এখানেই একাংশের প্রশ্ন, তাহলে কি বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে উঠতে শুরু করল? যে বিজেপি নিজেদের সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দল হিসেবে পরিচয় দেয়, সেই বিজেপির প্রার্থী ঘোষণার পরেও এত অসন্তোষ কেন? ইতিমধ্যেই এই ব্যাপারে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। এদিন এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী নদিয়াচাদ বাউরি বলেন, “এটা তৃণমূলের চক্রান্ত। হার নিশ্চিত জেনে ওরা এইসব কাজ করছে।”

যদিও বা ঘাসফুল শিবিরের পক্ষ থেকে সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করে দেওয়া হয়েছে। তাদের পাল্টা দাবি, আসলে বিজেপি নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকতে এখন তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। তবে যে যাই বলুন না কেন, যেভাবে বিজেপি প্রার্থী ঘোষণা হওয়ার পরেও বিজেপির ব্যানার দিয়ে সেই প্রার্থীর ব্যাপারে আপত্তি পোষণ করা হল, তাতে গোটা পরিস্থিতিতে যে বিজেপির অস্বস্তি ক্রমশ বাড়তে শুরু করল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!