মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করলে হাত-পা ভেঙে দেবার হুমকি রাজ্যের মন্ত্রীর বিশেষ খবর রাজ্য December 4, 2017 রাজ্যজুড়ে এখন যেন শুধু – মেরে ফেলব, ভেঙে দেব – এই ‘উচ্চতাতেই’ উঠে গেছে রাজনীতি। বিতর্কিত আক্রমনাত্মক কথাবার্তা বলে খবরের শিরোনামে থাকাটা যেন ট্রেন্ড হয়ে গেছে। আর এবার সেই তালিকায় নাম জড়ালো এবার এক মন্ত্রীর! গতকাল হাওড়ার উড়িয়াপাড়ায় এক প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি শুধু নিজেই মারবেন বলে ক্ষান্ত হন নি, তারসাথে উপস্থিত জনতাকেও মারামারি করার জন্য উস্কানি দিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তিনি নাম না করে তাঁর আক্রমনের নিশানা করেন বিজেপি ও মুকুল রায়কে। স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী অরূপ বাবু ওই প্রকাশ্য সভামঞ্চ থেকে বলেন, যে যার খুশি রাজনৈতিক দল করতেই পারেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গালমন্দ করবেন না। দলনেত্রীর বিরুদ্ধে কুত্সা রটালে তাকে বেধড়ক মারধর করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ খারাপ কথা বললে তাঁকে বেধড়ক মারুন। কাউকে ছাড়বেন না। দলনেত্রীর বিরুদ্ধে কুত্সা রটালে তার হাত ভেঙে দেবেন। দলের একজন ক্ষীর খেয়ে চলে গেছে, তাতে কিছু যায় আসে না। মমতা বন্দ্যোপাধ্যায় কারোর মাথা থেকে হাত তুলে নিলে তার কোনও অস্তিত্ব থাকবে না। আপনার মতামত জানান -