এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > দিলীপ-জয়ের হাত ধরে প্রায় তিন হাজার বাম কর্মী-সমর্থক বিজেপিতে

দিলীপ-জয়ের হাত ধরে প্রায় তিন হাজার বাম কর্মী-সমর্থক বিজেপিতে


পূর্ব বর্ধমানের কাটোয়াতে এক জনসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও রাজ্যনেতা জয় ব্যানার্জীর হাত ধরে প্রায় তিন হাজার বামফ্রন্ট কর্মী বিজেপিতে যোগ দেন বলে বিজেপি সূত্রে জানা যাচ্ছে। ওই যোগদান অনুষ্ঠানে পূর্ব বর্ধমানের শীর্ষ নেতৃত্ত্বও উপস্থিত ছিলেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে।
নতুনদের দলে স্বাগত জানিয়ে রাজ্যনেতা জয় বন্দ্যোপাধ্যায় বলেন, এখন পশ্চিমবঙ্গের পরিস্থিতি বাম জমানার থেকেও খারাপ। মানুষ তাই তৃণমূলের থেকে পরিত্রাণ চাইছেন। আর তা আসতে পারে একমাত্র বিজেপির হাত ধরে। গত ছ’বছরে রাজ্যে শুধু তৃণমূলের নেতা-মন্ত্রীরাই বড়লোক হয়েছেন। সাধারণ মানুষের কোনও উপকার হয়নি। দুর্নীতি বেড়েছে মাত্রা ছাড়া। আর দুর্নীতির প্রতিবাদ করলে মানুষকে খুন করা হচ্ছে। হুগলির ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান তৃণমূলের মনোজ উপাধ্যায়ও একই কারণে খুন হয়েছেন, রাজ্যের মানুষ নিরাপদ নন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!