এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “সিনেমার মতো কান্ড কারখানা চলছে” পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ সুকান্তর !

“সিনেমার মতো কান্ড কারখানা চলছে” পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ সুকান্তর !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- নির্বাচনে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকা উত্তপ্ত হয়েছে। তবে সবথেকে বেশি যে এলাকা থেকে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে, তা হচ্ছে ভাঙ্গর। প্রথম থেকে সেই ভাঙ্গরে বিরোধীদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে মনোনয়ন পর্ব শেষ হওয়ার পর সেখানে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। যেখানে পুলিশের পক্ষ থেকে শীর্ষ কর্তারা উপস্থিত হয়েছেন। আর এবার সেই বিষয়কে কটাক্ষ করতে গিয়ে সিনেমার মতো ঘটনা ঘটছে বলে দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন ভাঙ্গরে পুলিশের উপস্থিতি নিয়ে বিজেপির রাজ্য সভাপতিকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “আমরা তো এইসব সিনেমায় দেখি। গন্ডগোল হয়ে যাওয়ার পর পুলিশ সেখানে আসে। এখানে এখন সেই সব কিছুই হচ্ছে। যদি প্রথম থেকে গন্ডগোলের সময় পুলিশ থাকতো, তাহলে বিরোধীরা নমিনেশন সাবমিট করতে পারত। কিন্তু তা তো হয়নি। গন্ডগোল হয়ে যাওয়ার পর পুলিশ সেখানে উপস্থিত হচ্ছে।”

বিরোধীদের দাবি, রাজ্যের পুলিশ প্রশাসন তৃণমূলের কথামত কাজ করছে। এক্ষেত্রে সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী কর্মীরা হামলার শিকার হলেও, তাতে মাথাব্যথা নেই পুলিশ কর্মীদের। তারা তৃণমূলের দলদাস হয়ে গিয়েছে। সেই কারণে ভাঙরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলেও প্রথম থেকে উপস্থিত না থেকে এখন পুলিশের সক্রিয়তা চোখে পড়ছে। আর সেই বিষয়কেই কটাক্ষ করে পুলিশ প্রশাসনকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!