এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার হাইকোর্টে মুখ পুড়ল রাজ্যের শাসকদলের, সৌমেন্দু অধিকারীর অপসারণ অবৈধ রায় কোর্টের

এবার হাইকোর্টে মুখ পুড়ল রাজ্যের শাসকদলের, সৌমেন্দু অধিকারীর অপসারণ অবৈধ রায় কোর্টের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও মুখ পুড়ল রাজ্য সরকারের। সৌমেন্দু অধিকারীর পক্ষেই রায় দিল হাইকোর্ট। শুভেন্দু অধিকারী দল বদল করার পরে পরেই অধিকারী পরিবারের অন্যান্য সদস্যদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন ওঠে। প্রসঙ্গত, অধিকারী পরিবারের প্রায় সব সদস্যই শাসকদলের কোন না কোন পদে আসীন ছিলেন। শুভেন্দু অধিকারী পরিবহণ মন্ত্রী পদ ছেড়ে চলে গেছেন গেরুয়া শিবিরে। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো চ্যালেঞ্জ করেন শুভেন্দুকে পরিবারে পদ্ম ফোটানো নিয়ে। শুভেন্দুর পরিবারের কেউ গেরুয়া শিবিরে যায়নি বলে তীব্র কটাক্ষ করেন অভিষেক।

কিন্তু শুভেন্দু অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করে স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অধিকারী পরিবারেও পদ্ম ফুটবে। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তারপরেই শুরু হয় প্রবল দ্বন্দ্ব। এতদিন পর্যন্ত সৌমেন্দু, দিব্যেন্দু এবং শিশির অধিকারী শুভেন্দু অধিকারীকে নিয়ে কোন কথা না বলে দলে ছিলেন, কাজ করছিলেন। কিন্তু সৌমেন্দুকে অপসারণ কোনোমতেই তাঁরা মানতে পারেননি। যথারীতি সৌমেন্দু অধিকারী রাজ্য সরকারের নির্দেশ মেনে অপসারিত হলেও তিনি এর শেষ দেখার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।

আর এবার হাইকোর্ট থেকে যে সিদ্ধান্ত জানানো হয়েছে, তাতেই রীতিমতো অস্বস্তিতে রাজ্যের শাসক দল। সম্প্রতি আদালত থেকে সৌমেন্দু অধিকারীর অপসারণকে অবৈধ বলে জানিয়েছে। অবৈধ নিয়োগে আদালত হস্তক্ষেপ করবেনা বলে জানিয়ে দিয়েছে। জানা গিয়েছে, হাইকোর্টের বিচারপতি সব্যসাচী দত্তর অধীনে ডিভিশন বেঞ্চ এর পক্ষ থেকে এই রায় দেওয়া হয়েছে। সৌমেন্দু অধিকারীসহ পরিবারের অন্যান্যদের দাবি- সৌমেন্দুকে সরিয়ে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে যিনি শাসকদলের ঘনিষ্ঠ। অন্যদিকে সৌমেন্দু অধিকারীকে প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়ার পর দিব্যেন্দু অধিকারী তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এর বিচার চাওয়ার কথাও জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সৌমেন্দুকে সাপোর্ট দিতে গিয়ে পুরসভায় নিজের দপ্তরে যাননি দিব্যেন্দু। পাশাপাশি শিশির অধিকারীও কোন কিছুতে যোগ দেননি। তবে রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার কারণেই তাঁর পরিবারের সদস্যদের ওপর এবার একটু একটু করে চাপ বাড়াচ্ছে তৃণমূল। অন্যদিকে সূত্রের খবর, আর হয়তো কিছুদিনের মধ্যেই সৌমেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মিলিয়ে গেরুয়া শিবিরে প্রবেশ করবেন।

আর তারপরেই শুরু হয়ে যাবে অধিকারী পরিবারের দলবদলের পালা। এতদিন পর্যন্ত যে জল্পনা চলছিল অধিকারী পরিবারকে নিয়ে তা সত্যি হবে এবার। অন্যদিকে সৌমেন্দু অধিকারীর অপসারণের পক্ষে যুক্তি দেওয়া হয়েছিল যে সে শুভেন্দু অধিকারীর সঙ্গে তলায় তলায় যোগ রেখেছে। দলে থেকেই দল বিরুদ্ধ কাজ করছে সৌমেন্দু। কিন্তু এত কিছু অভিযোগ করা সত্ত্বেও হাইকোর্ট কিন্তু সৌমেন্দু অধিকারীর পক্ষেই রায় দিলো। যা প্রবল অস্বস্তিতে ফেলল রাজ্যের শাসক দলকে বলে মনে করা হচ্ছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!