এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পুরোনোদের গুরুত্ব না দেওয়াতেই কি ডুবল বিজেপি? ভোট পরবর্তী আত্মসমীক্ষায় ক্রমশ তীব্র ক্ষোভ

পুরোনোদের গুরুত্ব না দেওয়াতেই কি ডুবল বিজেপি? ভোট পরবর্তী আত্মসমীক্ষায় ক্রমশ তীব্র ক্ষোভ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দলের পুরোনো কর্মী রা যে কোনো দলের সম্পদ। দলের দুর্দিনে যারা দলের পতাকা বহন করে নিয়ে বিরোধী দলের হুমকি এবং শাসানি সহ্য করে সামনের দিকে এগিয়ে যান, তাদেরকেই দলের বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর যেমন তৃণমূলে এই প্রবণতা দেখা যায়নি, ঠিক তেমনই 2021 সালে বিজেপি ক্ষমতা দখল করবে বলে কার্যত যখন নিশ্চিত এবং আত্মবিশ্বাসী হয়ে পড়েছিল, তখন বিজেপির মধ্যে সেই অন্য দল থেকে আসা নেতাদের বাড়বাড়ন্ত বেশি পরিমাণে লক্ষ্য করা গিয়েছে।

যেখানে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছেন পুরনো দিনের বিজেপি নেতা কর্মীরা। আর পুরনো বিজেপি নেতা কর্মীদের নির্বাচনের কাজে এবং দলের নেতৃত্ব প্রদানের জায়গায় সঠিকভাবে না নিয়ে আসার কারণেই কি ভারতীয় জনতা পার্টির এবারের নির্বাচনে ভরাডুবি হল! নির্বাচনের ফলাফল প্রকাশের পর এখন এই চর্চা এবং আলোচনা শুরু হয়েছে গেরুয়া শিবিরের অন্দরমহলে।

প্রসঙ্গত উল্লেখ্য, 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপি রাজ্যের ক্ষমতা দখল করবে বলে কার্যত আত্মবিশ্বাসী ছিল। 200 আসন পার করার স্বপ্ন দেখেছিলেন বিজেপি নেতারা। কিন্তু বাস্তবে তা পূরণ হয়নি। 77 এর বেশি আসন দখল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। এমনকি যে সমস্ত বিধানসভায় বিজেপি কিছুটা হলেও ভালো ফল করবে বলে মনে করা হয়েছিল, ফলাফল প্রকাশের পর সেখানে উল্টো ঘটনা ঘটেছে। যেমন মুর্শিদাবাদ জেলা।

এখানে বিজেপি মাত্র দুটি আসন দখল করতে সক্ষম হয়েছে। আর এই জেলায় দলের এত খারাপ ফলাফলের পরেই রাজ্য নেতৃত্ব সহ জেলার প্রথম সারির যারা আছেন, তাদের দিকে আঙ্গুল তুলতে শুরু করেছেন দলের প্রবীণ এবং পুরনো নেতারা। একাংশের দাবি, সকলকে ঠিকমত গুরুত্ব দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করার জন্যই দলের এই ফলাফল হল। এক্ষেত্রে পুরনো দিনের নেতাদের সঠিকভাবে ব্যবহার করা হয়নি বলে অভিযোগ করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যার ফলে রাজ্য থেকে শুরু করে জেলার প্রথম সারির নেতারা পুরনো নেতাদের এই ধরনের মন্তব্যকে কেন্দ্র করে যথেষ্ট অস্বস্তিতে পড়ে গিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু বিজেপির মত সাংগঠনিক এবং শৃঙ্খলা পরায়ন দলে কেন পুরনো এবং নতুনের মিশেল ঘটিয়ে সবাইকে গুরুত্ব দেওয়া হল না! এখন তা নিয়েই নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

একাংশ বলছেন, বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জেলা থেকে তৃণমূল সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিজেপিতে যোগদান করতে শুরু করেছিলেন। আর বেশিরভাগ জায়গায় সেই সমস্ত অন্য দল থেকে আসা নেতাদের সবথেকে বেশি গুরুত্ব দিয়েছিল ভারতীয় জনতা পার্টি। যার ফলে অনেকটাই পিছনের দিকে পড়ে গিয়েছিল পুরনো এবং অভিজ্ঞতা প্রবন নেতারা। যার ফলে ভোটের কাজে ঠিক মত না লাগানোর কারণে সেই সমস্ত অভিজ্ঞতা পূর্ণ নেতারা বসেছিলেন। আর তার ফলে যে খুব একটা ভালো হয়নি, তা ফলাফল প্রকাশের পরই কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টির কাছে।

এদিন এই প্রসঙ্গে মুর্শিদাবাদের কান্দির প্রবীণ বিজেপি নেতা তথা বর্তমান রাজ্য কমিটির সদস্য ধনঞ্জয় মন্ডল বলেন, “আমরা দিনের পর দিন মাটি কামড়ে পড়ে থেকে সংগঠন বাড়িয়েছিলাম। সারাজীবন দলের হয়ে কাজ করলাম। অথচ প্রার্থী বাছাই করার সময় আমাদের কোনো গুরুত্ব দেওয়া হল না। কয়েকদিন আগে তৃণমূল থেকে আসা এক নেতাকে ভোটে দাঁড় করিয়ে দেওয়া হল। মানুষ তা কেন মেনে নেবে! এই পরম্পরা চলতে থাকলে অনেকেই সংগঠন করার ক্ষেত্রে আগ্রহ হারাবে। তৃণমূল থেকে আসা ওই নেতাকে কেন এই কেন্দ্রে প্রার্থী করা হল, তা বোঝা গেল না।”

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনে কেন বিজেপি ক্ষমতা দখলের স্বপ্ন থাকলেও তাদের লক্ষ্যে পৌঁছতে পারল না, তা নিয়ে যথেষ্ট আলোচনার বিষয় রয়েছে। কিন্তু যেভাবে দলের ভেতরে পুরনো নেতাকর্মীদের গুরুত্ব না দেওয়ার বিষয়টি উঠে আসছে, তাতে ভারতীয় জনতা পার্টির জেলা এবং রাজ্য নেতৃত্ব যথেষ্ট অস্বস্তিতে। একাংশ বলছেন, তৃণমূল সহ অন্যান্য দল থেকে আসা নেতা কর্মীদের যেভাবে বিজেপি আপন করে নিতে শুরু করেছিল, তাতে তৃণমূল এবং বিজেপির মধ্যে কোনো পার্থক্য ছিল না।

2011 সালে তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসার পরে একইভাবে অন্যান্য রাজনৈতিক দল থেকে আসা নেতাকর্মীদের নানা পদ দিতে শুরু করেছিলেন। যার ফলে তৃণমূলের পুরনো দিনের নেতা-কর্মীরা হয় ক্ষোভে বসে পড়েছিলেন, আর তা না হলে যোগ দিতে শুরু করেছিলেন বিরোধী শিবিরে। আর বর্তমানে বিজেপির পাল্লা যখন ভারী হতে শুরু করেছিল, তখন সেই একই ভুল করতে দেখা গেছে ভারতীয় জনতা পার্টিকে। অন্য দল থেকে আসা নেতা-কর্মীদের জায়গা দেওয়ার কা…

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!