এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > হেভিওয়েটদের পদত্যাগে সেই পদ পেতে হুড়োহুড়ি শুরু তৃণমূলে! পঞ্চায়েত নেতাদের নিয়ে ধীরে চলো নীতি

হেভিওয়েটদের পদত্যাগে সেই পদ পেতে হুড়োহুড়ি শুরু তৃণমূলে! পঞ্চায়েত নেতাদের নিয়ে ধীরে চলো নীতি

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মুর্শিদাবাদ জেলাতে জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল পদত্যাগ করেছেন। এরপর এই জেলার সহ সভাধিপতি বৈদ্যনাথ দাসকেও পদ থেকে অপসারিত করার খবর ছড়িয়ে পড়েছে। এক্ষেত্রে তিনি আস্থাভোটে না যাবার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা ছাড়াও জেলার একাধিক হেভিওয়েটকে পদচ্যুত করা হবে বলে, জানা যাচ্ছে তৃণমূল সূত্রে। তৃণমূলের অভিযোগ, জেলার বেশকিছু হেভিওয়েটের দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ রয়েছে। এদের সকলকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। একাধিক হেভিওয়েটের পদত্যাগের খবর সামনে আসতেই এই পদগুলির দখল নেবার চেষ্টা শুরু হয়েছে তৃণমূলের অন্দরে।

প্রসঙ্গত, মুর্শিদাবাদ জেলায় প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি এরকম বহু হেভিওয়েটের বিরুদ্ধে দল বিরোধী কাজের অভিযোগ উঠেছে। এদের চিহ্নিত করার কাজ শুরু করে দিয়েছে দল। এরপরই এদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে। এদের পদ থেকে সরিয়ে দেয়া হবে। হেভিওয়েটদের অপসারণের খবর পেতেই পদ দখলের প্রচেষ্টা শুরু হয়েছে তৃণমূলে। তবে, দল এক্ষেত্রে তাড়াহুড়ো করতে চাইছে না। বরং, সময় নিয়ে উপযুক্ত সিদ্বান্ত নেবার পক্ষপাতী। তাই তড়িঘড়ি কোন প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনার সম্ভাবনা নেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, এই জেলার জলঙ্গি ব্লকের পাঁচজন পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেয়া হয়েছে। জেলার আরো কিছু বিধানসভা কেন্দ্রর বহু পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে বলে, জানা যাচ্ছে। যদিও এখনই প্রস্তাব আনা হয়নি। তবে, যে সমস্ত প্রধানের বিরুদ্ধে নির্বাচনের সময় দল বিরোধী কাজের অভিযোগ উঠেছে, তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা গ্রহণ করবে। এ প্রসঙ্গে মুর্শিদাবাদ জেলা তৃণমূল সভাপতি আবু তাহের খান জানিয়েছেন যে, আগামী একুশে মে জেলা পরিষদের সমস্ত সদস্যদের বৈঠকে উপস্থিত হবার নির্দেশ দেয়া হয়েছে।

জেলার বিধায়করাও সেদিনের বৈঠকে যোগদান করতে চলেছেন। জেলা পরিষদের বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। তবে জেলার পঞ্চায়েত গুলিতে এখনই অনাস্থা প্রস্তাব আনতে চাইছে না দল। জানা গেছে, রাজ্য নেতৃত্তের পক্ষ থেকে দলকে এই নির্দেশ দেয়া হয়েছে। তবে, যারা দলের বিরুদ্ধে অন্তর্ঘাত করেছেন, তাদের চিহ্নিত করবে ব্লক নেতৃত্ব। ব্লক নেতৃত্বের পক্ষ থেকে এই নেতাদের তালিকা সামনে এলেই, এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে দল। আর, একাধিক হেভিওয়েটের পদত্যাগের সম্ভাবনা দেখা দিতেই, পদগুলি দখলের হুড়োহুড়ি শুরু হয়েছে দলের অন্দরে। তবে, জেলা নেতৃত্ব এক্ষেত্রে নিয়েছে ধীরে চলো নীতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!