এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মারের বদলা মার, এবার দিলীপের শুরে সুর মেলালেন বিজেপি নেত্রী

মারের বদলা মার, এবার দিলীপের শুরে সুর মেলালেন বিজেপি নেত্রী


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ডায়মন্ড হারবারের ঘটনার প্রতিবাদে তৃণমূলকে প্রকাশ্যে হুমকি শোনাতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। সেখানে ফেসবুক পোস্টে তিনি লেখেন, “আমি বলছি পেটান, ততটাই পেটান যতটা পরে সহ্য করতে পারবেন। লাল ডায়েরিতে সব লিখে রাখছি। সুদ সমেত ফেরত দেব আমরা। বদল হবে, বদলাও হবে।”

যদিও এটা প্রথম নয়। এর আগেও পুলিশ থেকে প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূল নেতৃত্ব, সকলের উদ্দেশ্যেই দিলীপ ঘোষের বদলার সুর শোনা গিয়েছে। যা নিয়ে বিতর্কও হয়েছে বিস্তর। যদিও এরপর নিজের অবস্থানেই অনড় থেকেছেন বিজেপি রাজ্য সভাপতি। আর সেখানে সম্প্রতি তাঁর এই ফেসবুক পোস্টে আবারও সেই কথাই আরও একবার প্রমাণিত হল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

এছাড়া দিলীপ ঘোষ যে লাল ডায়েরির কথা উল্লেখ করেছেন, তাও যথেষ্ট ইঙ্গিতবাহী বলেই মনে করেছেন তাঁরা। সম্প্রতি ডায়মন্ড হারবারের ঘটনায় বৃহস্পতিবার হাওড়ায় বিক্ষোভ দেখাতে দেখা যায় গেরুয়া শিবিরকে। সেখানে জেলাশাসকের বাসভবনের সামেন বিক্ষোভ দেখানো হয় বলে জানা যায়।

সেইসঙ্গে ঘটনায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে দলের কয়েক জন সদস্য আহত হন বলেও জানা যায়। হাওড়া জেলা হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। আর সেখানেই তাঁদের দেখতে গিয়ে দিলীপ ঘোষের সুরে সুর মেলাতে দেখা গেছে বিজেপি নেত্রীকে। জানা গেছে দিলীপ ঘোষের মত এমনই হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল।

এদিন তিনি বলেন, ‘‘১৩০ জন বিজেপি কর্মীর খুনের বদলা আমরা নেবই।’’ অন্যদিকে, বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ যদিও হাওড়া পুলিশ অস্বীকার করেছে বলে জানা গেছে। কিন্তু অগ্নিমিত্রা পলের পাল্টা প্রশ্ন, জেলাশসকের বাংলো অভিযানে কেন পর্যাপ্ত মহিলা পুলিশ মোতায়েন করা হয়নি? সেইসঙ্গে কেনই বা পুরুষরা মহিলা কর্মী-সমর্থকদের গায়ে হাত তুললেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতেও দেখা যায় তাঁকে। এদিন মুখ্যমন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন, ‘‘উনি কলপাড়ের ভাষা বলছেন। কখন কী বলবেন নিজেই জানেন না। আর চার মাস বাকি। আমাদের উপর যত অত্যাচার করবেন, তত তাড়াতাড়ি মসনদের দিতে এগোব আমরা।’’

যদিও এই ঘটনার সমালোচনা করে উল্টে বিজেপিকেই অভিযুক্ত হিসেবে সাব্যস্ত করেছেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা তৃণমূল নেতা। এদিন তিনি বলেন, বিজেপি একটা উশৃঙ্খল। তাঁর মতে, খবরের শিরোনামে উঠে আসতে, পরিকল্পনা করে নিজেরাই দলের নেতাদের উপর হামলা চালিয়েছে বলেই অভিযোগ জানিয়েছেন তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!