এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প শুরুর পূর্বেই দুর্নীতির বিস্ফোরক অভিযোগ,পুলিশের জালে ৪ অভিযুক্ত

মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্প শুরুর পূর্বেই দুর্নীতির বিস্ফোরক অভিযোগ,পুলিশের জালে ৪ অভিযুক্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ১৬ ই আগস্ট থেকে শুরু হতে চলেছে লক্ষীর ভান্ডার প্রকল্প। সেদিন থেকে এই প্রকল্পের ফর্ম বিতরণ শুরু হবে। সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম। কিন্তু প্রকল্প শুরু হবার আগেই প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে। জলপাইগুড়ি জেলার আমবাড়ি এলাকায় ৪০ টাকা, ৬০ টাকার বিনিময়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ডাউনলোড ও ফিলাপের কাজ চলছিল। অভিযোগ আসার পর এই ঘটনার সঙ্গে জড়িত ৪ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে তাঁদের সরঞ্জামও পুলিশ বাজেয়াপ্ত করেছে।

এই ঘটনায় শিখা সে সরকার নামে এক মহিলাকে পুলিশ গ্রেপ্তার করেছে। স্থানীয় একটি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত আছেন এই মহিলা। অর্থের বিনিময়ে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম বিক্রি ও ফিলাপ করে দেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তার সঙ্গে সঙ্গে আরও তিন জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই তিনজনের মধ্যে রয়েছেন তার স্বামী বাপি দে সরকার, দেবর বাপ্পা দে সরকার ও অপর এক ব্যক্তি বিশ্বজিৎ মোহন্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পুলিশ সূত্রে জানা গেছে, তাদের জেরক্স ও প্রিন্টিং এর ব্যবসা আছে। সেখানে অনলাইন থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের ফর্ম ডাউনলোড করে, সেই ফ্রম জেরক্স করে তা অর্থের বিনিময়ে এলাকায় বিতরণের কাজ শুরু করেছিলেন তারা। অনেকেই অর্থ দিয়ে ফর্ম কিনেছেন। কিন্তু পরে জানা যায়, এই প্রকল্পের এখনও পর্যন্ত ফর্ম বিতরণই শুরু করেনি রাজ্য সরকার।

অভিযোগ জানার পরই গতকাল এই চার জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। সেই সঙ্গে তাদের জেরক্স মেশিন, প্রিন্টারের মত সরঞ্জামগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। কাল বিকেলে আমবাড়ি থানার পুলিশ হানা দেয় কামারভিটা অঞ্চলে। সেখানেই চারজনকে সমস্ত সরঞ্জামসহ গ্রেপ্তার করে পুলিশ। ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!