এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার আগেই দিল্লি পৌঁছে গেলেন অভিষেক, আজই গুরুত্বপূর্ণ বৈঠক, বাড়ছে জল্পনা!

মমতার আগেই দিল্লি পৌঁছে গেলেন অভিষেক, আজই গুরুত্বপূর্ণ বৈঠক, বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী 26 তারিখে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম তার এই দিল্লি সফর ঘিরে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। মূলত, বৃহত্তর বিজেপি বিরোধী জোট গঠন করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর বলে মনে করা হচ্ছে। তবে তৃণমূল নেত্রী দিল্লি সফর করার আগেই সেখানে পৌঁছে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই মতো করেই বৃহস্পতিবার সকালে দিল্লিতে পা রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিকে রাজধানীতে পা রাখার সঙ্গে সঙ্গেই নেত্রী আসার আগে যাবতীয় রণনীতি ঠিক করে নিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হচ্ছে। আর সেই কারণেই আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন তিনি। যে বৈঠককে কেন্দ্র করে জল্পনা ক্রমশ দীর্ঘায়িত হতে শুরু করেছে।

সূত্রের খবর, তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়ের বাড়িতে আজ লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের নিয়ে একটি বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত, আগামীদিনে কিভাবে লোকসভার দুই কক্ষে তৃণমূল সাংসদের বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ, আন্দোলনে সোচ্চার হতে হবে, সেই বিষয়ে নেত্রীর বার্তা পৌঁছে দিতে পারেন তিনি। পাশাপাশি দিল্লির মাটিতে কিভাবে তৃণমূলের পক্ষে হওয়া নিয়ে আসতে হবে, সেই ব্যাপারেও অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিতে পারেন দলীয় সাংসদদের।

কেননা বাংলার বাইরে বিস্তৃতি লাভ করা এখন তৃণমূলের প্রধান টার্গেট হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, লোকসভা এবং রাজ্যসভার দুই কক্ষে বিজেপিকে চাপে ফেলে দিয়ে বিজেপি বিরোধী মহাজোট গঠনে তৃণমূল প্রধান ভূমিকা পালন করতে পারে। আর তার জন্য সাংসদদের পারফরম্যান্স অত্যন্ত জরুরি। তাই সেই সাংসদদের সঙ্গে আগেভাগে বৈঠক করে নেত্রীর দিল্লি সফরের আগে নিজেদের অনুকূলে পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সফরের মধ্য দিয়ে বিভিন্ন বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে পারেন। এক্ষেত্রে একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই শরদ পাওয়ার থেকে শুরু করে পি চিদাম্বরমকে বার্তা দিয়েছেন তিনি। দিল্লি থাকতে থাকতেই যদি বিরোধী নেতাদের পক্ষ থেকে বৈঠকের আয়োজন করা হয়, তাহলে তা যে অত্যন্ত ভালো হয়, সেই কথা তুলে ধরেছেন তৃণমূল সুপ্রিমো। তাই এই পরিস্থিতিতে দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের সঙ্গে বৈঠক করে নেত্রী আসার আগে পটভূমি তৈরি করতে চাইছেন বলেই মনে করা হচ্ছে।

স্বভাবতই সংসদে দলের পারফরম্যান্স কি হবে এবং আগামী দিনে কিভাবে চলতে হবে, এই সমস্ত বিষয়কে হাতিয়ার করেই দিল্লি সফরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তড়িঘড়ি সাংসদদের সঙ্গে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তবে দলের সাংসদদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক থেকে কিছু উঠে আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!