এখন পড়ছেন
হোম > জাতীয় > মমতা-মোদী লড়াই কি এবারেই শেষ? নাকি নতুন আঙ্গিকে ফিরে আসছে আবার?

মমতা-মোদী লড়াই কি এবারেই শেষ? নাকি নতুন আঙ্গিকে ফিরে আসছে আবার?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের নির্বাচনী লড়াইতে প্রধান প্রতিপক্ষ যে তৃণমূল এবং বিজেপি, তা নিয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন এই লড়াই একটি অঙ্গরাজ্য এবং কেন্দ্রের মধ্যে। সেক্ষেত্রে লড়াই কিন্তু চলছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে।

ভোট প্রচার চলাকালীন বারংবার দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেকেই এ রাজ্যে এসে আক্রমণ চালিয়ে গেছেন তৃণমূল শিবিরকে তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এবার এমন একটি ইঙ্গিত সামনে এসেছে যেখানে অনেকেই মনে করছেন আগামী দিনে কিন্তু বারাণসীতে মোদী ভার্সেস মমতার লড়াই দেখা যেতে পারে।

আর তাই নিয়েই ক্রমাগত বেড়ে চলেছে জল্পনা। গতকাল যখন রাজ্যে চলছে দ্বিতীয় দফার নির্বাচন, নজর টিকে রয়েছে নন্দীগ্রামের ওপর ঠিক সে সময় প্রধানমন্ত্রীও এসেছিলেন রাজ্যে প্রচার চালাতে। তিনি মথুরাপুরের সভা থেকে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ সহকারে বলেন নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হারতে চলেছেন, তাই নতুন একটি কেন্দ্র থেকে তিনি দাঁড়াবেন বলে পরিকল্পনা করেছেন। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেই তৃণমূল শিবির থেকে তড়িঘড়ি জানিয়ে দেওয়া হয় তৃণমূল নেত্রী শুধুমাত্র নন্দীগ্রাম থেকে ভোট লড়েছেন। উনি অন্য কোন আসন থেকে আর লড়বেননা।

প্রসঙ্গত প্রার্থী তালিকা প্রকাশ করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের সাথে সাথে টালিগঞ্জের প্রার্থী হতে পারেন বলে ইঙ্গিত দিয়েছিলেন। স্পষ্টতই সেই ইঙ্গিতই হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী মোদী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর তাই তিনি তৃণমূল কংগ্রেস নেত্রীকে নিশানায় রেখে বলেছেন, নন্দীগ্রামের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্য একটি কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে জানিয়ে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় কোন কেন্দ্রের প্রার্থী হবেননা। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের জয় নিশ্চিত করলেও গেরুয়া শিবিরের পক্ষ থেকে কিন্তু অন্য কথা বলা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বয়ং প্রধানমন্ত্রী মোদী মথুরাপুরের সভা থেকে বলেছেন বাংলা যা করতে চায়, অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়ার ব্যাপারে নন্দীগ্রাম প্রথম পদক্ষেপ নিয়েছে এবং তৃণমূলের হার নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও পাল্টা প্রধানমন্ত্রীকে নিশানায় রেখে বলা হয়েছে, নিজের কেন্দ্র সামলানোর কথা। আর সে প্রসঙ্গেই বলা হয়েছে, 2024 এ বড় কোনো ঘটনা ঘটতে পারে।

আর তার জন্য নিরাপদ কেন্দ্র বেছে রাখার পরামর্শ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। তারপর থেকেই জল্পনা তুঙ্গে উঠেছে রাজনৈতিক মহলে। অনেকেরই প্রশ্ন, তাহলে কি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিপরীত মুখ হিসেবে?

তবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একাধিকবার জানিয়েছেন, তিনি বাংলা জয়ের দিকেই লক্ষ্য রেখেছেন। দিল্লির পরিবর্তন পরের কথা। বাংলায় পরিবর্তন না আসলে দিল্লির পরিবর্তন যে সম্ভব নয় সেকথাও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। বিগত কয়েক দিন যাবত নন্দীগ্রামের ভোট নিয়ে সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি।

গতকাল দিনভর টানটান উত্তেজনায় ভোটগ্রহণ পর্বের শেষে তৃণমূল নেত্রী 90 শতাংশ ভোটে জিতবেন বলে দাবি করেছেন। এখন দেখার, তৃণমূল নেত্রীর এই আশ্বাসবাণী কতটা সফল হয়! এখনো ছয় দফা ভোট বাকি রাজ্যে। তবে বিশেষজ্ঞদের মতে, বাংলার বিধানসভা নির্বাচন যে বহুক্ষেত্রেই অনুঘটকের কাজ করবে যদি শাসকদল জেতে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!