এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > Breaking News, পুরভোটের মুখে ফের ভাঙ্গন গেরুয়া শিবিরে, তৃণমূলে যোগদান সহ সভাপতির

Breaking News, পুরভোটের মুখে ফের ভাঙ্গন গেরুয়া শিবিরে, তৃণমূলে যোগদান সহ সভাপতির


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভার নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপিতে চলছে ক্রমাগত ভাঙ্গন। একদিকে যেমন নবাগতরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে শুরু করেছেন, অন্যদিকে তেমনি দলের আদি নেতাদের মধ্যেও অনেকে দল ছেড়ে দিয়েছেন। অনেকে আবার দলে থেকেও নিষ্ক্রিয় হয়ে গিয়েছেন। এই পরিস্থিতিতে এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন জলপাইগুড়ি জেলা বিজেপির সহ সভাপতি ধরতি মোহন রায়। বিধানসভা নির্বাচনের পর থেকেই দলে দীর্ঘদিন ধরে তিনি নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন। আর এবার করলেন শিবির বদল।

প্রসঙ্গত, একসময় তৃণমূলের নেতা ছিলেন ধরতি মোহন রায়। গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়াই করেছিলেন তিনি। তবে নির্বাচনে তিনি পরাজিত হন। তিনি অভিযোগ করেছিলেন, তৃণমূলের একাংশ কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তাকে পরাস্ত করেছে। অন্তর্ঘাতের অভিযোগ এনে তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছেদ করে বিজেপিতে যোগদান করেন তিনি। এবার জলপাইগুড়ি জেলা তৃণমূল সভাপতি মহুয়া গোপ, জলপাইগুড়ি জেলা তৃণমূল চেয়ারম্যান খগেশ্বর রায়ের নেতৃত্বে তৃণমূলে যোগদান করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলে যোগদান করে তিনি জানালেন, তাঁর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবার পেছনে অবশ্যই বেশ কিছু কারণ। ছিল কিন্তু বিজেপিতে তাঁকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল। দলে তিনি গুরুত্বহীন হয়ে পড়ে ছিলেন। এ ছাড়া তৃণমূল ছাড়ার পরও দলের পক্ষ থেকে সবসময় যোগাযোগ রাখা হয়েছিল। ধরতি মোহন রায়ের দলত্যাগ প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা বিজেপি নেতা অলোক চক্রবর্তী জানালেন, ধরতি মোহন বাবু তৃণমূলে গুরুত্বপূর্ণ পদে ছিলেন এ কারণে বিজেপিতে যোগ দেবার পরও তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে জেলার সহ-সভাপতি করা হয়েছিল। কিন্তু তার ধারণা ছিল, বিজেপি তাঁকে বিধানসভার প্রার্থী হিসেবে টিকিট দেবে। কিন্তু বিজেপি দলে এভাবে টিকিট দেওয়া হয় না। টিকিট না পেয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন তিনি। এবার তৃণমূলে যোগদান করলেন। তাঁর বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যাওয়ায় দলের কোনো ক্ষতি হবে না।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!