এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কাঁথিতে অমিত শাহের সভার পর হামলার অভিযোগে গ্রেফতার 11 বিজেপি কর্মী

কাঁথিতে অমিত শাহের সভার পর হামলার অভিযোগে গ্রেফতার 11 বিজেপি কর্মী


গত মঙ্গলবারই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভা শেষ হওয়ার পরেই রণক্ষেত্রের আকার নেয় গোটা এলাকা। অভিযোগ, বিজেপির সর্বভারতীয় সভাপতির সভা শেষের পর সেই সভার উদ্দেশ্যে আশা বিজেপি কর্মীদের একাধিক গাড়ি ভাঙচুর করা হয়। যে ঘটনায় অভিযোগের আঙুল ওঠে শাসকদল তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে।

অন্যদিকে পাল্টা তৃণমূলের দলীয় কার্যালয়ে হামলা চালায় বিজেপি বলে অভিযোগ করে শাসকদল। যে ঘটনায় শাসক এবং বিরোধী দু’পক্ষর তরফেই একে অপরকে দোষী বলে আইনের দরবারেও যাওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত কাঁথির এই গন্ডগোলে মোট 11 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করল কাঁথি ও মারিশদা থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, ধৃতদের মধ্যে বেশিরভাগই পূর্ব মেদিনীপুরের কাঁথি, ময়না, চন্ডিপুর, সুতাহাটা, দুর্গাচক থানা, হাওড়ার শ্যামপুর থানার কয়েকজন রয়েছে। জানা আছে, বুধবার ধৃতদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে প্রত্যেকেরই 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন সেখানকার বিচারক।

[content_block id=3910

এদিকে এই ঘটনায় বেছে বেছে তাঁদের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করে বিজেপি। এদিন এই প্রসঙ্গে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তপন মাইতি বলেন, “বিজেপি করার অপরাধে মিথ্যে মামলায় আমাদের কর্মীদের ফাঁসানো হচ্ছে। এই ভাবে বিজেপিকে ঠেকানো যাবে না।”

অন্যদিকে এই ব্যাপারে এদিন তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, “আমরা আগে থেকেই আশঙ্কা করেছিলাম যে কাঁথিকে অশান্ত করবার জন্য বিজেপি ছক কষছে। তাই এই নিয়ে আমরা গ্রামে পুলিশ সুপারকেও জানিয়ে দিয়েছিলাম। এই গণ্ডগোলের ঘটনায় আমাদের একাধিক নেতাকর্মী এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাই এর প্রতিবাদে আমরা বুধবার বিকেলে কাঁথি এলাকাজুড়ে একটি বিক্ষোভ মিছিল ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছি।”

সব মিলিয়ে এবার রণক্ষেত্র হয়ে ওঠা কাঁথিকে শান্ত করতে 11 জন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করল পুলিশ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!