এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > তৃণমূলের তারকা বিধায়ককে খুনের হুমকি, শোরগোল রাজ্যে!

তৃণমূলের তারকা বিধায়ককে খুনের হুমকি, শোরগোল রাজ্যে!

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে হিংসার বাতাবরণে শুরু হয়েছে বলে অভিযোগ করতে দেখা যেত ভারতীয় জনতা পার্টিকে। যেখানে বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূলের নেতা-কর্মীদের পক্ষ থেকে হামলা করা হয় বলে অভিযোগ করত গেরুয়া শিবির। আর এবার বিজেপির বিরুদ্ধে তৃণমূলের তারকা বিধায়ককে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বর্ধমানে।

জানা গেছে, সম্প্রতি ফোন করে খুনের হুমকি দেওয়ার পাশাপাশি হোয়াটসঅ্যাপে অশালীন মেসেজ করা হয়েছে সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রকে। আর এই ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূলের এই তারকা বিধায়ক। স্বাভাবিক ভাবেই তারকা বিধায়ককে খুনের হুমকি দেওয়ার ঘটনায় এবার ভারতীয় জনতা পার্টির দিকে অভিযোগ ওঠায় গেরুয়া শিবির যে যথেষ্ট অস্বস্তির মুখে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না।

বস্তুত, গত বৃহস্পতিবার থেকে ক্রমাগত ফোন আসতে শুরু করে তৃণমূল বিধায়ক লাভলী মৈত্রর। যেখানে তাকে ফোন করে লাগাতারভাবে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, তার হোয়াটসঅ্যাপে মেসেজ করে অশ্লীল কথা বলা হয় বলে অভিযোগ করেছেন সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক। পাশাপাশি সেই হোয়াটস্যাপ ম্যাসেজের শেষে “বিজেপি জিন্দাবাদ” লেখা ছিল বলেও খবর।

আর সেই লেখা থেকেই তৃণমূলের তারকা বিধায়ক অভিযোগ করছেন যে, এই ঘটনার পেছনে ভারতীয় জনতা পার্টি জড়িত। তবে গোটা ঘটনায় ইতিমধ্যেই সৌমেন ঘোষাল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে তৃণমূল বিধায়কের পক্ষ থেকে গোটা ঘটনায় বিজেপির দিকে অভিযোগ তোলা হলেও তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে সোনারপুর দক্ষিণের তৃণমূলের তারকা বিধায়ক লাভলী মৈত্র বলেন, “ক্রমাগত আমাকে একটি নম্বর থেকে ফোন করে খুনের হুমকি এবং অশ্লীল মেসেজ করা হচ্ছিল। যেখানে লেখা ছিল, বিজেপি জিন্দাবাদ। আর এই ঘটনা থেকেই স্পষ্ট, এর পেছনে ভারতীয় জনতা পার্টি জড়িত।” তবে তৃণমূল বিধায়কের সেই অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

তাদের দাবি, এই রকম অন্যায় ঘটনা বিজেপি বরদাস্ত করে না। কেউ বা কারা যদি বিজেপির নাম করে কাউকে মেসেজ পাঠায়, তার মানেই এটা প্রমাণ হয়ে যায় না যে, সেই ঘটনার সঙ্গে ভারতীয় জনতা পার্টি জড়িত! অর্থাৎ তৃণমূল বিধায়ক যে অভিযোগই করুন না কেন, বিজেপির পক্ষ থেকে তা কোনোমতেই মানা হচ্ছে না। তাদের দাবি, গেরুয়া শিবিরের বিরুদ্ধে অপপ্রচার করতেই তৃণমূল বিধায়ক এই ধরনের কথা বলছেন।

তবে ভোটে জয়লাভের পরে একদিকে হিংসার ঘটনার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, তখন বিধায়ককে এইরকম হুমকি এবং অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে ওঠায় কার্যত সরগরম সোনারপুর দক্ষিণ বিধানসভা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!