এখন পড়ছেন
হোম > রাজ্য > গোদের ওপর বিষফোঁড়া! করোনা সংকটের মাঝে ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেল, ক্ষোভ জনতার!

গোদের ওপর বিষফোঁড়া! করোনা সংকটের মাঝে ঊর্ধ্বমুখী পেট্রোল-ডিজেল, ক্ষোভ জনতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এক বছর আগের ভয়াবহ স্মৃতি ফিরে এসেছে গোটা দেশজুড়ে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা দেশ। সাধারণ মানুষ আবার রুজিরুটি হারানোর আশঙ্কা করতে শুরু করেছেন। কেননা ইতিমধ্যেই বেশ কিছু রাজ্য বিধি-নিষেধ জারি করেছে। লকডাউনের মত পরিস্থিতি তৈরি হয়েছে। তাই আবার অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়তে পারে, সেই আশঙ্কা তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। আর এর মাঝেই নিত্যনতুন ভাবে প্রতিদিন বাড়তে শুরু করেছে পেট্রোল এবং ডিজেলের দাম।

স্বাভাবিক ভাবেই একদিকে করোনা সংকট, আর্থিক মেরুদণ্ড ভেঙে যাওয়ার আশঙ্কা, তার মধ্যে এভাবে যদি পেট্রোল-ডিজেলের দাম বাড়তে শুরু করে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবেন, এখন তা নিয়েই প্রশ্ন তৈরি হয়েছে। একাংশ বলছেন, কিছুদিন আগেই সমাপ্ত হয়ে গিয়েছে বাংলা সহ একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন। আর তারপর থেকেই ক্রমাগত পেট্রোল-ডিজেলের দাম বাড়তে শুরু করেছে। অর্থাৎ ভোটের পরে আবার মানুষকে চাপে ফেলার কাজ শুরু করে দিয়েছে সরকার। তবে বর্তমান পরিস্থিতিতে এই বোঝা যে কোনোমতেই সহ্য হচ্ছে না জনতা জনার্দনের, তা বলাই যায়।

সূত্রের খবর, আজ শহর কলকাতায় পেট্রোলের দাম লিটার প্রতি 16 পয়সা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে লিটার প্রতি 27 পয়সা। যার জেরে কলকাতায় ডিজেলের দাম হয়েছে 86 টাকা 91 পয়সা এবং পেট্রোলের দাম হয়েছে 93 টাকা 27 পয়সা। স্বভাবতই বর্তমান পরিস্থিতিতে এই মূল্যবৃদ্ধি কার্যত ক্ষোভের বাতাবরণ তৈরি করেছে সাধারণ মানুষদের মধ্যে। একাংশের প্রশ্ন, ভোট ফুরিয়ে গেলেই কেন সাধারণ মানুষের কষ্ট ভুলে যায় শাসকদল? ঠিক নির্বাচনের পরপরই এভাবে পেট্রোল-ডিজেলের দাম বাড়ানো নানা মহলে প্রশ্ন তুলে দিচ্ছে।

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ইতিমধ্যেই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার কারণে অর্থনৈতিক সংকট তৈরি হতে পারে। বিভিন্ন জায়গায় কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চলছে। দিন আনা দিন খাওয়া মানুষরা কোথায় গিয়ে দাঁড়াবে, তা কার্যত প্রশ্নের মুখে। আর এর মধ্যে মূল্যবৃদ্ধির চাপ না বাড়িয়ে দেশবাসীকে স্বস্তি দেওয়া উচিত সরকারের বলে দাবি করছেন সকলে।

কিন্তু তা সত্ত্বেও পরপর এভাবে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি রীতিমত চাপে ফেলে দিল সাধারণ মানুষকে। পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি এবার অন্যান্য জিনিসের দাম বাড়তে শুরু করবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। যা বর্তমান পরিস্থিতিতে মানুষের চলার পথে অনেকটাই বাধা হয়ে দাঁড়াবে বলে দাবি জনতা জনার্দনের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!