এবার মঙ্গলকোটে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠলো রাজ্য January 31, 2018 আবার গোষ্ঠী দ্বন্দ্বের শিকার বর্ধমানের এক স্থানীয় নেতা। পূর্ব বর্ধমানের মোঙ্গলকোটের বাসিন্দা শেখ শান্তির অভিযোগ বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরির অনুগামীরা তাঁর ওপর হামলা চালায়। আহত অবস্থায় তিনি এখন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি জানান যে এদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বাংলা আবাস যোজনার অনুষ্ঠান শেষে তিনি বাড়ি ফিরছিলেন , বাদ থেকে নামতেই ১০ জন লোক তাঁকে ঘিরে ধরে রড, লাঠি বাণশ দিয়ে মারধর করে। ঘটনার কথা জানতে পেরে তাঁর পরিবার তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। শেখ শান্তির ভাইয়ের কথায়,” বিধায়ক সিদ্দিকুল্লা চৌধুরির অনুগামী মাফিজ শেখের সঙ্গে বেশ কিছুদিন ধরে দাদার গন্ডগোল চলছিল। এর জেরে তিনি কিছুদিন গ্রাম ছাড়া ছিলেন। মাত্র কিছুদিন আগে তিনি বাড়ি ফিরেছেন। তারপরেই এই ঘটনা ঘটল।” শেখ শান্তির পরিবার ঘটনায় থানায় অভিযোগ করে , তদন্ত চালাচ্ছে পুলিশ। আপনার মতামত জানান -