এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > আর শুধু নিজের গড়ে নয়, উত্তরবঙ্গেও ক্রমশ বাড়ছে শুভেন্দু অনুগামীদের প্রকাশ্যে দাপুটে উপস্থিতি!

আর শুধু নিজের গড়ে নয়, উত্তরবঙ্গেও ক্রমশ বাড়ছে শুভেন্দু অনুগামীদের প্রকাশ্যে দাপুটে উপস্থিতি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীকে নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। দল এবং সরকারের সঙ্গে ক্রমাগত দূরত্ব বৃদ্ধি করে অরাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে দেখা যাচ্ছে এই হেভিওয়েট নেতাকে। বেশিরভাগ ক্ষেত্রেই পূর্ব মেদিনীপুরে অর্থাৎ শুভেন্দু অধিকারীর ঘাঁটিতে ফ্লেক্স, ফেস্টুন তৈরি করতে দেখা যাচ্ছে। কিন্তু পূর্ব মেদিনীপুরে আর সীমাবদ্ধ থাকল না শুভেন্দু অধিকারীর দাদার অনুগামীদের শুভেচ্ছা বার্তা।

এবার উত্তরবঙ্গেও শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে শারদ শুভেচ্ছা এবং ফ্লেক্স পড়তে দেখা গেল। যার ফলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। তাহলে কি ক্রমাগত গোটা রাজ্য জুড়ে নিজের অনুগামীদের দিয়ে টিম গঠন করতে শুরু করে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী! আর তাই দক্ষিণবঙ্গের মেদিনীপুরকে পেছনে ফেলে এবার উত্তরবঙ্গেও বিস্তার লাভ করতে শুরু করল শুভেন্দু অধিকারীর অনুগামীদের পোস্টার।

জানা গেছে, গত রবিবার থেকে জলপাইগুড়ি শহর জুড়ে ফ্লেক্স দেখা যাচ্ছে। যেখানে কোথাও “তৃণমূল কংগ্রেস” লেখা নেই। উল্টে “শুভেন্দু অধিকারীর সমর্থকবৃন্দের” তরফে দুর্গাপূজা এবং কালীপূজোর শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে। আর এখানেই প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি তৃণমূলের কর্মী সমর্থকদের কাছে স্পষ্ট যে, শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের দূরত্ব বাড়তে শুরু করেছে! আর তাই পূর্ব মেদিনীপুরের বাইরে বেরিয়ে এবার উত্তরবঙ্গে শুভেন্দুবাবুর অনুগামীরা রাজ্যের পরিবহনমন্ত্রী ছবি লাগিয়ে অন্য কোনো বার্তা দিতে চাইলেন! কে বা কারা শুভেন্দু অধিকারীর নামে এই পোস্টার লাগালো!

জানা গেছে, জলপাইগুড়ি জেলায় শুভেন্দু অধিকারীর অনুগামীদের মধ্যে অন্যতম জেলা তৃণমূলের নেতা বুবাই কর। বর্তমানে সেই বুবাই করকে জেলা তৃণমূলের যুগ্ম-সম্পাদক করা হলেও দলের কোনো কর্মসূচিতে তাকে দেখা যাচ্ছে না। তাই এই ফ্লেক্স টাঙ্গানোর পেছনে বুবাইবাবুর মত তৃণমূলের কর্মী সমর্থকরা জড়িত বলে দাবি করছেন একাংশ। যেখানে দলের কোনো নাম নেই, প্রতীক নেই, শুধুমাত্র শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে এই প্রচার করা হচ্ছে কেন!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে বুবাই কর বলেন, “জননেতা শুভেন্দু অধিকারী জনতাকে শুভেচ্ছা জানাবেন। তার জন্য দলের কোনো ছাড়পত্রের প্রয়োজন হয় না। কোনো পদ লাগে না।” তবে শুধুমাত্র শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে এই বিজয়ের শুভেচ্ছাতে যে জেলা নেতৃত্ব অনেকটাই চাপে পড়েছে, তা বলার অপেক্ষা রাখে না।

এদিন এই প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা তৃণমূলের সভাপতি কৃষ্ণকুমার কল্যানী বলেন, “কেউ কারও নেতার প্রচার করতে পারে। তবে এখন যা অবস্থা, তাতে অল্প খরচেই পেশাদার লোক দিয়ে ফ্লেক্স লাগিয়ে দেওয়া যায়। সমর্থকবৃন্দ লেখা মানেই অনেক সমর্থক ফ্লেক্স টাঙাচ্ছেন, এমন কিন্তু নয়। আর সমর্থন কিন্তু তৃণমূলের ঘাসফুল প্রতীকে আছে। আপসহীন সংগ্রামের সেই ঘাসফুল প্রতীক না থাকলে কোনো সমর্থন আর সমর্থক থাকবে না।”

অর্থ্যাৎ জেলা তৃণমূল সভাপতির এই বক্তব্যে পরিষ্কার যে, শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে যে বা যারা এই পোস্টটা টাঙিয়েছে, তা নিয়ে তৃণমূল কিছুটা হলেও অস্বস্তিতে। তবে যেভাবে পূর্ব মেদিনীপুরের বাইরে বেরিয়ে উত্তরবঙ্গেও শুভেন্দু অধিকারীকে নিয়ে এই পোস্টার পড়তে দেখা গেল, তাতে তৃণমূলের চাপ যে ক্রমশ বাড়ছে, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। এ

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!