এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলের জন্মলগ্ন থেকে পদ সামলে আসা নেতাকে সরাতেই তৃণমূল কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন কর্মীরা!

দলের জন্মলগ্ন থেকে পদ সামলে আসা নেতাকে সরাতেই তৃণমূল কার্যালয়ে তালা ঝুলিয়ে দিলেন কর্মীরা!

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসকদল তৃণমূলে নতুন করে ব্লক ও জেলা কমিটি গঠন করা হচ্ছে। অনেক ক্ষেত্রেই পুরনো সভাপতিদের সরিয়ে রেখে নতুন মুখ আনা হচ্ছে। তবে, অপসারিত পুরনো পদাধিকারীরা অনেক ক্ষেত্রেই দলের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন। অনেক সময় একেবারে জন্মলগ্ন থেকে তৃণমূল করে আসা প্রবীণ নেতাদের সরিয়ে রেখে নতুন মুখ আনার চেষ্টা চলছে, যার ফলে বিরোধ বাড়ছে দলে।

সম্প্রতি, নদীয়া জেলায় নাকাশিপাড়া ব্লক তৃণমূল সভাপতির পদ থেকে অশোক দত্তকে অপসারিত করার কারণে, নাকাশিপাড়া ব্লক তৃণমূল কার্যালয়ে তালা ঝুলিয়ে তীব্র প্রতিবাদ জানান তাঁর অনুগামীরা। গতকাল সোমবার সন্ধ্যার পরেও অফিসে তালা ঝুলিয়ে রেখে অফিসের সামনে ধর্নায় বসলেন তারা। নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁকেও কার্যালয়তে প্রবেশ করতে দেওয়া হয়নি।

প্রসঙ্গত, গত রবিবার নাকাশিপাড়ায় তৃণমূলের ব্লক সভাপতির পদ থেকে অশোক দত্তকে অপসারিত করে ব্লক সভাপতি করা হয় কনিষ্ক চট্টোপাধ্যায়কে। যে কারণে, দলের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন অশোক বাবুর অনুগামীরা। অনুগামীদের দাবি, অশোক বাবুর নেতৃত্বেই বিধায়ক কল্লোল খাঁ চার বিধায়ক হয়েছেন। কিন্তু তাঁকে কিছু না জানিয়েই অপসারিত করা হয়েছে তাঁকে ব্লক সভাপতির পদ থেকে। যার মাধ্যমে অপমানিত করা হয়েছে তাঁকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিপূর্বে গত লোকসভা নির্বাচনে রানাঘাট কেন্দ্রে তৃণমূল পরাজিত হলে, নদীয়া জেলা তৃণমূল সভাপতি গৌরীশঙ্কর দত্তকে তাঁর পদ থেকে অপসারিত করা হয়। এরপর নদীয়া জেলার সংগঠনকে উত্তর-দক্ষিণ দুটি ভাগে বিভক্ত করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এরপর নাকাশিপাড়া ব্লক সভাপতির পদ থেকে অশোক দত্তকে অপসারণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। নতুন সভাপতি করা হয়েছিল কনিষ্ক চট্টোপাধ্যায়কে। কিন্তু এই ঘটনা নিয়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। প্রবল বিক্ষোভের পর এই সিদ্ধান্ত বদল করে শীর্ষ নেতৃত্ব। নাকাশিপাড়া ব্লক সভাপতির পদে বহাল থাকেন অশোক দত্ত। সম্প্রতি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হলো, অপসারিত করে দেওয়া হল ব্লক সভাপতি অশোক দত্তকে, সেখানে এলেন কনিষ্ক চট্টোপাধ্যায়।

অপসারিত ব্লক সভাপতি অশোক দত্ত জানালেন জানালেন, “ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দলটা করেছি। কিন্তু যেখানে সম্মান নেই সেখানে থেকে লাভ নেই। ওই পার্টি অফিস আমার তৈরি। যার জায়গা তাকে ফিরিয়ে দেব।” অন্যদিকে এ ঘটনা প্রসঙ্গে বিধায়ক কল্লোল খাঁ জানালেন যে, এ বিষয়টি জানতে পেরে তিনি সেখানে গিয়েছিলেন, সকলের সঙ্গে কথাও বলেছেন। অশোক বাবুর বাড়ি গিয়ে তাঁর সঙ্গেও তিনি কথা বলেছেন। আর তাঁকে কার্যালয়তে যেতে না দেওয়ার কোন ঘটনাটি তিনি মিথ্যা বলে জানালেন।তিনি জানালেন যে, আগামীকাল থেকে সব কিছু আবার আগের মত হয়ে যাবে।

অন্যদিকে অশোক দত্তকে ব্লক সভাপতির পদ থেকে অপসারণ সম্পর্কে বিধায়ক জানালেন যে, এটা সম্পূর্ণ দলের সিদ্ধান্ত। তাই এ বিষয়ে তিনি কিছু বলতে চান না। আবেগের কারণে বেশ কিছু কর্মী এর বিরোধিতা করেছেন। তবে সবকিছু ঠিক হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। এ বিষয়ে নতুন ব্লক সভাপতি কনিষ্ক চট্টোপাধ্যায় কোন প্রতিক্রিয়া জানান নি। এ বিষয়ে কথা বলতে তাঁকে ফোন করা হলে, তিনি ব্যস্ত আছেন বলে ফোন রেখে দিয়েছিলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!