এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > দলে ফিরে এসেও মুকুল রায় রইলেন নিশ্চুপ একুশের মঞ্চে, নতুন করে আবার জল্পনার সূত্রপাত

দলে ফিরে এসেও মুকুল রায় রইলেন নিশ্চুপ একুশের মঞ্চে, নতুন করে আবার জল্পনার সূত্রপাত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন পরে পুরনো দলে ফিরে এসেছেন একসময়ের তৃণমূল সেকেন্ড-ইন-কমান্ড মুকুল রায়। গতকাল একুশে জুলাইয়ের শহীদ মঞ্চে তাঁর উপস্থিতি ছিল যথেষ্ট উল্লেখযোগ্য। ভার্চুয়াল মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে সদ্য প্রাক্তন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির উপস্থিতি জাতীয় রাজনীতিতে অন্যতম দৃশ্য হিসাবে দাগ কাটবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই এবার মুকুল রায় জায়গা পেলেও কার্যত একুশের মঞ্চে কোন বক্তব্য রাখেননি মুকুল রায়। বিজেপি ছেড়ে চলে এলেও এখনো পর্যন্ত মুকুল রায় তৃণমূলে বিশেষ কোন জায়গা পাননি।

তবে গেরুয়া শিবিরের প্রবল আপত্তি সত্ত্বেও বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন তিনি শাসকদলের বদান্যতায়। প্রসঙ্গত, মুকুল রায় তৃণমূলে এলেও এখনও কিন্তু তিনি খাতায় কলমে কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক। অন্যদিকে,  2017 সালে মুকুল রায় তৃণমূল ছেড়েছিলেন। সেই বছরেও একুশের মঞ্চে তাঁর কোনো বক্তব্য ছিলনা। সে সময় থেকেই দলের সাথে তাঁর দূরত্ব দৃশ্যমান হয়। তারও আগে 2016 সালে মুকুল রায়ের নজরকাড়া উপস্থিতি চোখে পড়েছিল একুশের মঞ্চে। কিন্তু 2015 এবং 2017 এই দুটি বছরেই মুকুল রায় কিছুটা দূরত্ব বাড়িয়েছিলেন একুশের মঞ্চ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দীর্ঘ সময় পর 2021 এর শহীদ মঞ্চে মুকুল রায়ের উপস্থিতি অত্যন্ত উল্লেখযোগ্য বলে বিবেচিত হচ্ছে বর্তমান রাজনীতিতে। অতীতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক থাকাকালীন মুকুল রায় ত্রিপুরা, মণিপুর, উত্তরপ্রদেশ, আসামের মতন বিভিন্ন রাজ্যে নিজেদের সংগঠন বিস্তারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মুকুলের তত্ত্বাবধানেই 2012 সালে মণিপুরে সাতটি আসনে প্রধান বিরোধী দল হয়েছিল তৃণমূল। কার্যত রাজনৈতিক মহলের একাংশের মতে, 2024 এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কিন্তু মুকুল রায় আবারও গুরু দায়িত্ব পেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে।

এই অবস্থায় মুকুল রায় 24 এর লোকসভা নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন বলেই মনে করা হচ্ছে। আপাতত মুকুল রায় যে তৃণমূলের সাংগঠনিক প্রভাব বিস্তারের ক্ষেত্রে বিশেষ ভূমিকা গ্রহণ করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। আর এই কাজে মুকুল রায় যে কটটা পটু তা এতদিনে তৃণমূল এবং বিজেপি উভয়েই বুঝে গিয়েছে। সেক্ষেত্রে আগামী লোকসভা নির্বাচনে মুকুল রায়ের ম্যাজিক ফর্মুলার দিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!