এখন পড়ছেন
হোম > জাতীয় > ঝড়ের আশঙ্কায় বাতিল বহু দূরপাল্লার ট্রেন, বিপাকে রেলযাত্রীরা

ঝড়ের আশঙ্কায় বাতিল বহু দূরপাল্লার ট্রেন, বিপাকে রেলযাত্রীরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা সংক্রমনের কারণে একাধিক ট্রেনের পরিষেবা সম্প্রতি বন্ধ রয়েছে। লোকাল ট্রেন, মেট্রো ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন পরিষেবা একেবারেই বন্ধ। এবার ঝড়ের আশঙ্কাতে বেশকিছু দূরপাল্লার ট্রেনের পরিষেবা কয়েক দিনের জন্য বন্ধ হতে চলেছে। ফলে বিপাকে পড়তে চলেছেন রেল যাত্রীরা। আগামী ২৬ সে মে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ। যশের আশঙ্কায় বাতিল করে দেয়া হলো বহু ট্রেন।

আগামীকাল থেকে শুরু করে আগামী ২৬ মে বাতিল থাকবে পুরী – নিউ দিল্লিগামী স্পেশাল ট্রেন। নিউ দিল্লি- পুরীগামী স্পেশাল ট্রেন বাতিল থাকবে আজ থেকে আগামী ২৫ মে পর্যন্ত। আনন্দ বিহার থেকে ভুবনেশ্বর যাবার স্পেশাল ট্রেন বাতিল আগামীকাল। আনন্দ বিহার থেকে পুরী যাবার স্পেশাল ট্রেন বাতিল আগামীকাল ও আগামী ২৬ মে। পুরী থেকে আনন্দ বিহার স্পেশাল ট্রেন বাতিল আগামী ২৬ মে ও আগামী ২৭ মে।

আগামী ২৫ সে মে ভুবনেশ্বর থেকে নিউ দিল্লির ট্রেন বাতিল, আগামী ২৬ সে মে নিউ দিল্লি থেকে ভুবনেশ্বরের ট্রেন বাতিল। নিউ দিল্লি থেকে ভুবনেশ্বরের স্পেশাল বাতিল আগামীকাল। পুরী থেকে আনন্দ বিহারগামী স্পেশাল বাতিল আগামী ২৫ সে মে। পুরী থেকে যোগনগরী হৃষিকেশ গামী স্পেশাল ট্রেন বাতিল হলো আগামী ২৫, ২৬ ও ২৭ সে মে। যোগনগরী হৃষিকেশ থেকে পুরীগামী স্পেশাল ট্রেন বাতিল আগামীকাল থেকে আগামী ২৬ সে মে পর্যন্ত।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভুবনেশ্বর থেকে নিউ দিল্লির স্পেশাল ট্রেন, ভুবনেশ্বর থেকে আনন্দ বিহার গামী স্পেশাল ট্রেন বাতিল হলো ২৬ সে মে। আনন্দবিহার থেকে ভুবনেশ্বর যাবার ট্রেন বাতিল ২৫ সে মে। হাওড়া থেকে ভুবনেশ্বর গামী স্পেশাল আপ ও ডাউন বাতিল আগামী ২৫ থেকে ২৭ সে মে। হাওড়া-পুরী স্পেশাল আপ ও ডাউন ট্রেন বাতিল আগামী ২৫ থেকে ২৭ সে মে।

হাওড়া-সেকেন্দ্রাবাদ স্পেশাল আপ ও ডাউন ট্রেন বাতিল আগামী
২৪ থেকে ২৬ সে মে। হাওড়া-চেন্নাই স্পেশাল আপ ও ডাউন ট্রেন বাতিল ২৪ থেকে ২৬ সে মে। হাওড়া-যশবন্তপুর আপ ও ডাউন বাতিল ২৫ থেকে ২৭ সে মে। শালিমার-নাগেরকয়েল এক্সপ্রেস আপ ও ডাউন
বাতিল হলো ২৭ থেকে ২৮ সে মে।

আবার হাওড়া-কন্যাকুমারী গামী স্পেশাল আপ ও ডাউন ট্রেন ২৪, ২৯ সে মে বাতিল করা হলো। হাওড়া-তিরুচিরাপল্লি স্পেশাল আপ ও ডাউন
ট্রেন ২৭ সে মে বাতিল করা হলো। হাওড়া-পুদুচেরি স্পেশাল আপ ও ডাউন ট্রেন বাতিল করা হলো আগামী ৩০ সে মে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে। আগামী মঙ্গলবার থেকে শুরু হতে পারে ব্যাপক বৃষ্টিপাত। আর আগামী বুধবার আশঙ্কা রয়েছে যশের। এ কারণে বাতিল করে দেয়া হলো দূরপাল্লার বহু ট্রেন। যার ফলে সমস্যায় পড়তে চলেছেন বহু রেলযাত্রী।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!