এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নতুন ভারত তৈরি করছেন মোদী, তা নিয়েও হিংসায় জ্বলছেন অভিষেক! যত সব ঢঙ্গের কর্মসূচি!

নতুন ভারত তৈরি করছেন মোদী, তা নিয়েও হিংসায় জ্বলছেন অভিষেক! যত সব ঢঙ্গের কর্মসূচি!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দেশে মোদী সরকারের উদ্যোগে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন। তবে তা নিয়েও জ্বলতে শুরু করেছে বিরোধীরা। দিল্লিতে যখন বাংলার বঞ্চনা নিয়ে প্রতিবাদ করছে তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই তাদের অন্যতম এজেন্ডা, বঞ্চিতদের সেই নতুন সংসদ ভবন দেখানো। তারা সেই নতুন সংসদ ভবন দেখিয়ে সকলের সামনে এই বিষয়টি তুলে ধরতে চাইছে যে, কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন বানানো যায়। কিন্তু এই বঞ্চিতদের টাকা দিতে পারে না কেন্দ্রীয় সরকার। তবে নিজেদের তোলা এই ইস্যুতেই পাকে পড়ে গেল তৃণমূল কংগ্রেস। বাংলায় নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে স্বজনপোষণ চুরি থেকে শুরু করে নেতা, মন্ত্রীদের জেলযাত্রার কথা তুলে ধরে সরব হলেন শুভেন্দু অধিকারী, দিল্লি যাওয়ার আগে তৃণমূলের এই কর্মসূচি নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন তিনি। তার বক্তব্য, প্রধানমন্ত্রী আত্মনির্ভর ভারত তৈরি করেছেন। আর বাংলায় তৃণমূল কংগ্রেস পরনির্ভর বাংলা তৈরি করে বাংলাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।

প্রসঙ্গত, তৃণমূল বাংলায় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে ধর্না কর্মসূচির আয়োজন করেছে। মন্ত্রী, সাংসদরা দিল্লিতে উপস্থিত হয়ে গিয়েছেন। আর সেখানেই বঞ্চিতদের একটা অংশকে নিয়ে ছাত্র যুব নেতৃত্বকে নির্দেশ দেওয়া হয়েছে যে, নতুন সংসদ ভবন তাদের দেখানোর জন্য। অর্থাৎ তৃণমূলের কর্মসূচি যে এই নতুন সংসদ ভবন বঞ্চিতদের দেখিয়ে তৃণমূল তাদের মনে এই ভাবনা ঢোকাবে যে, কেন্দ্রীয় সরকার কোটি কোটি টাকা খরচ করে একটি সংসদ ভবন থাকতেও আর একটি নতুন সংসদ ভবন করছে। কিন্তু বাংলাকে টাকা দিচ্ছে না। অর্থাৎ বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে বলে মানুষের কাছে বিজেপি বিরোধী কথা তুলে ধরবে ঘাসফুল শিবির। কিন্তু তৃণমূল এই কর্মসূচিতে লাভবান হবে বলে মনে করলেও, তাতে তারা যথেষ্ট ফ্যাসাদে পড়ে গেল।

বিরোধীদের দাবি, শুভেন্দু অধিকারী একদম ঠিক কথা বলেছেন। এই বাংলাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রধানমন্ত্রী ব্রিটিশদের তৈরি সংসদ ভবনকে না রেখে নতুন সংসদ ভবন তৈরি করেছেন। অর্থাৎ ভারত নিজের পায়ে ধীরে ধীরে দাঁড়াতে শুরু করেছে। আর তাতে তৃণমূলের গায়ে ছ্যাকা পড়েছে। নিজেরা বাংলাকে নির্ভরশীল করতে পারেন না, বাংলার বেকারদের চাকরি দিতে পারেন না, নিজের পায়ে দাঁড়াতে পারে না বাংলা। তাই তারা ভারতের এই উন্নতি দেখে সহ্য করতে পারছে না। সেই কারণে মানুষকে ক্ষেপিয়ে তোলার জন্য তৃণমূলের এই চেষ্টা।

পর্যবেক্ষকদের মতে, বাংলার বঞ্চনার যে অভিযোগ তৃণমূল তুলছে, তা সর্বৈব মিথ্যা। কেন্দ্রীয় সরকার হিসাব চেয়েছে, তারা তা দিতে পারেনি। তাই তাদের এই ঢঙের কর্মসূচি। বিরোধীরা অন্তত তেমনটাই বলছেন। তবে এর মাঝে তৃণমূল যে নতুন সংসদ ভবন দেখিয়ে কেন্দ্রীয় সরকারকে খাটো করার কৌশল নিয়েছে, তা অনেকেই মেনে নিতে পারছেন না। বাংলাকে যারা ধ্বংস করছেন, বাংলার মেরুদন্ড যারা ভেঙে দিচ্ছেন, তারা দেশের উন্নতি সহ্য করতে পারবেন না, এটাই স্বাভাবিক। নতুন সংসদ ভবন নিয়ে যাদের এত আপত্তি, তারা এবং তাদের সংসদরা কেন সেই সংসদ ভবন সূচনার দিন সেখানে উপস্থিত ছিলেন? একেবারে ফার্স্ট বেঞ্চে বসে থাকতে দেখা গিয়েছিল তাকে। তখন কেন তারা এর বিরোধিতা করেননি? আজকে মানুষকে ক্ষেপিয়ে তোলার যে চেষ্টা তৃণমূল করছে, তাতে তাদের পর্দাফাঁস হয়ে গেল। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!