এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা রুখতে ফের ময়দানে মমতা, ঝটিকা সফরে চমকে দিলেন সকলকে!

করোনা রুখতে ফের ময়দানে মমতা, ঝটিকা সফরে চমকে দিলেন সকলকে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  প্রথম ঢেউয়ের পর বর্তমানে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করতে হচ্ছে গোটা দেশকে। বাংলার সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের সময় করোনা ভাইরাসের দ্বিতীয় রূপ ভয়াবহ আকার ধারণ করেছিল। আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করেছিল। তবে তৃতীয় বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরই করোনা ভাইরাসকে দমন করতে উদ্যোগ গ্রহণ করে রাজ্যের তৃণমূল সরকার। যেখানে প্রথম মন্ত্রিসভার বৈঠকে একগুচ্ছ বিধি-নিষেধ জারি করে সেই করোনা ভাইরাসকে আয়ত্তে আনার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরু হয় টিকাকরণের উপর জোর দেওয়ার প্রক্রিয়া।

পাশাপাশি বিধিনিষেধ জারি করে মানুষকে সচেতনতার বার্তা দেয় রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্যজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেকটাই নিচের দিকে নেমে এসেছে। তবুও সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করার প্রক্রিয়া অব্যাহত রাখা হয়েছে। আর এই পরিস্থিতিতে এবার নবান্ন যাওয়ার পথে সরাসরি ভবানীপুরে পৌরসভার পক্ষ থেকে করোনা টিকাকরন সেন্টারে কেমন কাজ হচ্ছে, তা দেখতে সেখানে স্বয়ং উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই ঝটিকা সফরকে কেন্দ্র করে রীতিমতো আলোড়ন পড়ে যায় এলাকা জুড়ে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন কালীঘাটের 73 নম্বর ওয়ার্ডের পৌরসভার পক্ষ থেকে করোনা ভাইরাসের টিকাকরন প্রক্রিয়া চলছিল। আর সেই সময় নবান্নে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে নবান্ন যাওয়ার পথেই হঠাৎ করে সেখানে নিজের কনভয় থামিয়ে সেই টিকাকরণ কেন্দ্রে ঢুকে পড়েন তিনি। গোটা পরিস্থিতি খতিয়ে দেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কারও কোনো অসুবিধে হচ্ছে কিনা, সেই ব্যাপারে খোঁজখবর নেন তিনি। চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলতে দেখা যায় বাংলার প্রশাসনিক প্রধানকে। আর এরপরেই সকলের সুবিধা, অসুবিধার কথা শুনে সেখান থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, সম্প্রতি ভুয়ো টিকা কাণ্ড নিয়ে ব্যাপক চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার। যেখানে বিরোধীদের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়টি খতিয়ে দেখতে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বাড়ি থেকে নবান্ন যাওয়ার পথে কলকাতা পৌরসভার টিকাকরণ কেন্দ্রে উপস্থিত হয় তদারকি করলেন। যাকে স্বাগত জানাচ্ছেন সাধারণ মানুষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!