এখন পড়ছেন
হোম > জাতীয় > অধিবেশন শুরু হতেই করোনা ইস্যুতে জেরবার কেন্দ্র, নিজের হাতে ব্যাটন নিয়ে সামাল দেওয়ার চেষ্টা মোদীর!

অধিবেশন শুরু হতেই করোনা ইস্যুতে জেরবার কেন্দ্র, নিজের হাতে ব্যাটন নিয়ে সামাল দেওয়ার চেষ্টা মোদীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  যেমনটা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তেমনটাই হল। বাদল অধিবেশন শুরু হওয়ার দিনেই যে উত্তপ্ত হয়ে উঠবে সংসদের উভয়কক্ষ, তা আগেভাগেই আঁচ করা গিয়েছিল। করোনা পরিস্থিতি থেকে শুরু করে পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধি বিভিন্ন ইস্যুতে যে সরকার পক্ষকে চেপে ধরবে বিরোধী রাজনৈতিক দলগুলো, সেই ব্যাপারে নিশ্চিত ছিল বিশেষজ্ঞরা। আর সেই মতো সংসদের বাদল অধিবেশন শুরু হতে না হতেই এই ব্যাপারে সোচ্চার হতে দেখা গেল বিরোধীদলের জনপ্রতিনিধিদের। রীতিমত হই হট্টগোলের মধ্যে দিয়ে এদিনের বাদল অধিবেশন শুরু হতে দেখা যায়। করোনা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেন বিরোধী দলের সাংসদরা।

আর তারপরই বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ব্যাপারে তার জবাব দিতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যেখানে করোনা ভাইরাসকে আটটানোর জন্য সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, তা বিস্তারিত আকারে জানানো হবে বলে জানিয়ে দেন প্রধানমন্ত্রী। যার জেরে একাংশ বলছেন, সংসদের ভেতরে আগামী দিনেও এই বিষয়ে কেন্দ্রকে চাপে ফেলে দিতে পারে বিরোধীরা। তাই সংসদ কক্ষ থেকে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই রকম বার্তা দিয়ে আদতে বিরোধীদের শান্ত থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন সংসদের অধিবেশনের পরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে করোনা ভাইরাস ইস্যুতে বিরোধীদের প্রতিবাদ নিয়ে মুখ খোলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “করোনার বিরুদ্ধে লড়াই করতে হলে একটাই উপায়, টিকা নিয়ে বাহুবলী হয়ে যান। সেই হিসেবে দেশের 40 কোটি মানুষ বাহুবলী হয়ে গিয়েছেন। করোনার বিরুদ্ধে আমাদের জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে। সাংসদরা তীক্ষ্ণ এবং ক্ষুরধার প্রশ্ন অবশ্যই করবেন। তবে সরকারপক্ষকে জবাব দেওয়ার সুযোগ দিতে হবে। করোনা আটকাতে যা ব্যবস্থা নেওয়া হয়েছে, তা বিস্তারিত ভাবে জানানো হবে। যা করা হয়নি, সেগুলোও করা যেতে পারে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশ বলছেন, প্রথম ঢেউয়ের পর করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসার পর কেন্দ্রীয় সরকারের নমনীয় মনোভাবের জন্যই দেশে ভাইরাস মাথাচাড়া দিয়েছে বলে কটাক্ষ করতে শুরু করে বিরোধীরা। আর সংসদের অধিবেশন শুরু হওয়ার পর এই ব্যাপারে সরকারকে চেপে ধরে বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে সরকার পক্ষকেও যে বিস্তারিতভাবে সংসদে বলার সুযোগ দিতে হবে, সেই ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরোক্ষে বিরোধীদের বার্তা দিতে চাইলেন প্রধানমন্ত্রী।

একাংশ বলতে শুরু করেছেন, আগামী দিনে যে এই রকম আরও অন্যান্য ইস্যুতে সংসদ ভবন উত্তপ্ত হয়ে উঠবে, তা বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাদল অধিবেশন শুরু হওয়ার দিন যেভাবে সরকার পক্ষের বক্তব্য কেড়ে নিয়ে বিরোধী দল তাদের হট্টগোল শুরু করেছে, তাতে যে তিনি যথেষ্ট অসন্তুষ্ট, তা তার এই বক্তব্যের মধ্য দিয়েই পরিষ্কার হয়ে গিয়েছে। তবে সরকার পক্ষকে বলার সুযোগ দেওয়ার কথা বলে করোনা নিয়ে বিরোধীদের ক্ষোভকে কিছুটা হলেও প্রশমন করার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে মোদীর এই বার্তা আগামী দিনে বিরোধীদের প্রতিবাদকে স্থিমিত করতে পারে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!