এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভরা মঞ্চে মমতাকে বোকা বানালেন আম্বানি? সামনে এলো বড় তথ্য! আক্রমন বিজেপির!

ভরা মঞ্চে মমতাকে বোকা বানালেন আম্বানি? সামনে এলো বড় তথ্য! আক্রমন বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রায় সবাই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় কতটা প্রচার সর্বস্ব মানুষ। রাজ্যে যা হচ্ছে, হয়ে যাক। কিন্তু তার সামনে তার প্রশংসায় কেউ ভরপুর হলে তিনি তার জন্য সবকিছু করতে পারেন। দুদিন ব্যাপী শুরু হওয়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে হয়ত তেমনটাই হয়েছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ যা বললেন, তা শুনে অনেকেই চমকে উঠবেন। মঙ্গলবার এই শিল্প সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে দুই হাজার কোটি টাকা রাজ্যে বিনিয়োগ করার আশ্বাস দিয়েছেন মুকেশ আম্বানি। এতে রাজ্যের মানুষের খুশি হওয়ারই কথা। কিন্তু আশ্চর্যজনকভাবে তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি।

প্রসঙ্গত, এদিন মুকেশ আম্বানির বক্তব্য নিয়ে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যকে চাপে ফেলে দেন এই বিজেপি নেতা। তিনি বলেন, “মুকেশ আম্বানি খুব ভালো মতো জানেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলে তিনি খুশি হন। তাই তার সামনে তার প্রশংসা করেছেন এবং বড় বড় কথা বলেছেন। কারণ তিনি এটাও জানেন যে, এই সমস্ত না বললে হয়ত পশ্চিমবঙ্গে তার যে সমস্ত ব্যবসা চলছে, সেটাও বন্ধ করে দিতে পারে এই সরকার। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, এই সমস্ত মানুষরা প্রত্যেক বছর আসেন, একই প্রতিশ্রুতি দেন। কিন্তু বাস্তবে কোনো ফল হয় না। এবারেও তাই হচ্ছে।” একাংশ বলছেন, এটা অত্যন্ত সত্যি কথা। দিলীপ ঘোষ এক ছটাকও মিথ্যে বলেননি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার সর্বস্ব মানুষ, সেটা সবাই জানেন। এর আগেও তো অনেক বড় বড় মাপের শিল্পপতি এই রাজ্যে এসেছেন। তারাও তো অনেক প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। কিন্তু ফিরে গিয়ে তাদের দেওয়া প্রতিশ্রুতি তারা আর পালন করার মত ইচ্ছে, কর্তব্য কোনোটাই দেখাননি। কারণ তারা বুঝে গিয়েছেন, এই রাজ্যে বিনিয়োগ করার মত পরিস্থিতি নেই। তাই এক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর সামনে তাকে খুশি করার জন্য অনেক কথা বলেছেন। কিন্তু ফিরে গিয়ে তিনি দিদিমনির তৈরি করা এই ধ্বংসাত্মক রাজ্যের কথা মাথা থেকে ঝেড়ে ফেলবেন বলেই দাবি একাংশের।

বিজেপির দাবি, মুকেশ আম্বানি হোক আর যত বড় শিল্পগোষ্ঠীই হোক, কেউ এই রাজ্যে বিনিয়োগ করবেন না। কারণ তার পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরিই করেননি। এখানকার শিল্পনীতি ভুল। এই রাজ্যে কেউ শিল্প করতে আসলে তাদেরকে ভয় দেখানো হবে। তৃণমূলের দুষ্কৃতীদের দাপটে তারা কোনো বড় মাপের শিল্প তৈরি করতে পারবেন না, এটাই তো প্র্যাক্টিস। তাই মুখ্যমন্ত্রীর সামনে অনেক শিল্পপতিরাও অনেক বড় বড় কথা বলেন। তারাও চান যে, রাজ্যে বড় শিল্প তারা আনবেন। কিন্তু এই রাজ্যের যে ভয়ংকর পরিস্থিতি, তা অনুধাবন করে পরবর্তীতে সকলেই পিছিয়ে আসেন। এক্ষেত্রেও তেমনটাই হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে শিল্প সম্মেলন হচ্ছে। তবে ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, যারা বড় মাপের শিল্পপতি হন, তাদের সব আটঘাট চেনা। তাছাড়া গুজরাটের মত রাজ্য এত উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে, অথচ পশ্চিমবঙ্গ কেন পিছিয়ে? কারণ তারা জানে যে, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যেই পশ্চিমবঙ্গ থেকে টাটার মত শিল্পগোষ্ঠী চলে যেতে বাধ্য হয়েছে। তাই ভবিষ্যতে তারা শিল্প করার ব্যাপারে আন্তরিকতা দেখাবেন, আর এখানে কাটমানি আদায়ের রমরমা শুরু হবে। আর এই দুটো করতে গিয়ে সেই বড় মাপের শিল্পগোষ্ঠীদের বদনাম হবে। তাই প্রশাসনিক প্রধানের সামনে নিজেদের প্রেস্টিজ ধরে রাখার জন্য এই ঘোষণা মুকেশ আম্বানি হয়ত করে দিয়েছেন। কিন্তু যদি তিনি ভবিষ্যতে শিল্প স্থাপনের ব্যাপারে আগ্রহী হন, তাহলে এটা আমাদের সকলের মঙ্গল, সকলের কাছেই সেটা সুখবর। আর যদি তার এই বক্তব্য বক্তব্যতেই থাকে, প্রতিশ্রুতি যদি পূরণ না হয়, তাহলে বুঝে নিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সবাই তার প্রশংসা করে, কিন্তু তলায় তলায় সকলেই তার প্রতি বীতশ্রদ্ধ। দিলীপ ঘোষের বক্তব্যের পর তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!