এখন পড়ছেন
হোম > অন্যান্য > সৌমিত্রকে দেখতে ১২ চিকিৎসকের দল! রাখা হল নন ইনভেসিভ বাইপ্যাপ ভেন্টিলেশন সাপোর্টে! জেনে নিন

সৌমিত্রকে দেখতে ১২ চিকিৎসকের দল! রাখা হল নন ইনভেসিভ বাইপ্যাপ ভেন্টিলেশন সাপোর্টে! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – চলতি অক্টোবর মাসের শুরু থেকেই বেশ কিছু শারীরিক অসুস্থতায় ভুগছিলেন প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। জ্বর, সর্দি-কাশির সঙ্গে সঙ্গে করোনার কিছু উপসর্গও তাঁর শরীরে দেখা দিয়েছিল। এ কারণে তাঁর করোনা পরীক্ষা করানো হয়েছিল। গত ৫ ই অক্টোবর তাঁর রিপোর্টে দেখা যায় যে, তিনি করোণা আক্রান্ত হয়েছেন। পরদিন ৬ ই অক্টোবর সকাল ১১ টায় তাঁকে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

কিছুদিন তাঁর তার শ্বাসকষ্টর সমস্যার কথা হাসপাতাল সূত্রে জানা গেছিল। এরপর তাঁর শারীরিক অস্থিরতার কথা জানা যায়। কখনও কখনও তিনি রেগে যাচ্ছেন, কখনো বা হাত-পা করছেন তিনি। ফলে তাঁর পরিস্থিতি সামলাতে চিকিৎসকদের ঘাম ছুটে যাচ্ছিল। একেবারে রেস্টলেসের মতই আচরণ করছিলেন তিনি। সম্প্রতি, আবারো বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থার অবনতির কথা শোনা গেল।

বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে গতকাল সোমবার জানানো হয়েছে যে, অভিনেতার স্নায়বিক সমস্যার এখনো যায়নি। ৮৫ বছর বয়স্ক অভিনেতাকে গতকাল সোমবার রাত থেকেই নন ইনভেসিভ বাইপ্যাপ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। গতকাল সোমবার বেলভিউ হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে, করোনা আক্রান্ত ৮৫ বছর বয়স্ক অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখতে তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

হাসপাতালে পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁর কিছুটা মানসিক স্মৃতিভ্রম শুরু হয়েছে। এখনও তিনি মাঝে মাঝে উত্তেজিত হয়ে পরছেন। তার শরীরে এখনও জ্বর আছে, যা চিন্তায় রেখেছে চিকিৎসকদের। মাঝে মাঝে তিনি তন্ত্রাচ্ছন্ন হয়ে পড়েছেন।কখনও অস্থির হয়ে পড়ছেন। করোনা আক্রান্ত হওয়ার কারণে তাঁর প্লাজমা থেরাপি চিকিৎসা করা হচ্ছে। সম্প্রতি তাঁর এমআরআই করা হয়েছিল। যাতে তেমন কোন সমস্যা ধরা পড়ে নি।

বর্ষীয়ান এই অভিনেতার চিকিৎসার জন্য ১২ জন চিকিৎসকের একটি মেডিকেল টিম গঠন করেছে হাসপাতাল। এই চিকিৎসকদের মধ্যে দুজন সরকারি হাসপাতালের চিকিৎসকও আছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। প্রতি মুহুর্তেই তাঁর শারীরিক অবস্থার ওপর নজরদারি চালানো হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে। একেই করোনা সংক্রমণ, তার ওপর ৮৫ বছর বয়স, তায় আবার তাঁর শরীরে থাকা নানা সমস্যা। সবকিছুর কারণেই প্রবাদপ্রতিম এই অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে ঘোর দুশ্চিন্তা রয়েছে চিকিৎসকদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!