এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পরিযায়ী শ্রমিকদের ভোটেই বাজিমাত বিজেপির, কর্মীদের নয়া মন্ত্র শুভেন্দুর!

পরিযায়ী শ্রমিকদের ভোটেই বাজিমাত বিজেপির, কর্মীদের নয়া মন্ত্র শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার আগে অনেক বড় বড় কথা বলেছিল। রাজ্যের মাটিতে প্রচুর বেকারদের চাকরি হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা তাদের মুখ থেকে শোনা গিয়েছিল। কিন্তু সেই সব যে ঢপের চপ, তা এখন স্পষ্ট হয়ে গিয়েছে। টাকার বিনিময়ে চাকরি থেকে শুরু করে রাজ্যে কাজ না পেয়ে প্রচুর মানুষ ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছেন। স্বাভাবিকভাবেই অন্য রাজ্যে গিয়ে কাজ করা মানুষজনের মধ্যে তৃণমূল সম্পর্কে যেমন রাগ তৈরি হয়েছে, ঠিক তেমনই তাদের পরিবারও আর সহ্য করতে পারছে না। ঘরের ছেলেকে তারা ঘরে যাতে ফিরিয়ে আনতে পারে, সেই জন্য পরিবর্তনের পক্ষে কথা বলছেন। আর এই সহজ সরল সত্যটা বুঝতে পেরেই মালদহের বিজেপি কর্মীদের নয়া মন্ত্র দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন মালদহের নির্বাচনী সভা থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বড় বার্তা দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “পরিযায়ী শ্রমিকদের ফোন করুন। তারা যন্ত্রণায় আছে। তারা যদি আসতে পারে, ভোট দিতে পারে, তাহলে তাদের ভোট মোদীজির পক্ষে যাবে।” বিজেপির দাবি, রাজ্যে কাজের অভাবে জন্যেই এই সমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে চলে গিয়েছেন। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে তৃণমূল সরকার সম্পর্কে একটা ক্ষোভ জন্ম নিয়েছে। তাই তারা যদি রাজ্যের লোকসভা নির্বাচনে নিজের রাজ্যে ফিরে এসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন, তাহলে কোনোমতেই তৃণমূলকে সমর্থন করবেন না। আর সেখানেই বাজিমাত করবে বিজেপি। মালদহের সভা থেকে সেই কথাই বুঝিয়ে দিয়ে গেরুয়া শিবিরের ভোটব্যাংক বৃদ্ধি করার মন্ত্র দিয়ে গেলেন শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!