এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “একুশের মত চব্বিশের ভোট নয়” গণনায় কারচুপি নিয়ে বোমা ফাটালেন শুভেন্দু! বেকায়দায় তৃণমূল!

“একুশের মত চব্বিশের ভোট নয়” গণনায় কারচুপি নিয়ে বোমা ফাটালেন শুভেন্দু! বেকায়দায় তৃণমূল!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২১ এর বিধানসভা নির্বাচনে বিজেপি খুব একটা খারাপ ফলাফল না করলেও, নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাদের আশা ছিল যে, তারা এবার রাজ্যের ক্ষমতা দখল করবে। কিন্তু ভোটকেন্দ্রে কারচুপি থেকে শুরু করে গণনা কেন্দ্রেও অবৈধভাবে লুট করেছে এই রাজ্যের শাসকদল বলে অভিযোগ। যার ফলে অনেক জেতা আসনেও পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থীরা। তবে এবার লোকসভা নির্বাচনে আর যাতে সেটা না হয়, তার জন্য এখন থেকেই কর্মী সমর্থকদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মালদহের সভা থেকে সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি বিগত বিধানসভা নির্বাচনে কিভাবে লুট হয়েছিল, সেই বিষয়টি স্পষ্ট করেন তিনি।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে মালদহের নির্বাচনী সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “২০২১ সালের বিধানসভা নির্বাচনে অনেক গণনা কেন্দ্রে লুট হয়েছে। আইপ্যাকের ছানারা লুট করেছে। এবার আমরা লুট করতে দেব না। নিজের বুথ পাহারা দিন। গণনা কেন্দ্র পাহারা দিন।” অর্থাৎ তৃণমূল যদি ভেবে থাকে যে, ভোটবাক্সে কোনো কারসাজি করতে না পারলেও গণনা কেন্দ্রে গিয়ে চালাকি করবে। তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে। কারণ বিজেপি বিধানসভা থেকে শিক্ষা নিয়ে এবার নিজেদের মতো করে গেমপ্ল্যান সাজাচ্ছে। তাই কোনো অবৈধ উপায় প্রয়োগ করেই তৃণমূল এবার বাজিমাত করতে পারবে না। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!