তৃণমূলে আরো ‘ছাঁটা’ হল শুভ্রাংশুর ‘ডানা’ বিশেষ খবর রাজ্য November 21, 2017 তৃণমূল কংগ্রেসে দলত্যাগী নেতা মুকুল রায়ের পুত্র ও বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়কে কি আরো বেশি নিঃস্বঙ্গ করার প্রক্রিয়া শুরু হয়ে গেল দলের অন্দরে? রাজনৈতিক গুঞ্জন কিন্তু সেরকমই। মুকুলবাবু দল ছাড়ার পরই গুঞ্জন তৈরি হয়, এবার কি তাহলে বাবার পিছুপিছু শুভ্রাংশুও তৃণমূল ছেড়ে বিজেপিতে পাড়ি দেবেন? কিন্তু শুভ্রাংশু রায় দ্বর্থ্যহীন ভাষায় জানিয়ে দেন কোনো পরিস্থিতিতেই দল ছাড়ছেন না। কিন্তু এরপর তৃণমূল যুব কংগ্রেসের ডাকা সভায় তিনি উপস্থিত না থাকলে আবারো গুঞ্জন ছড়ায়, আর আগুনে ঘি পরে যখন উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন শুভ্রাংশু রায়ের দল ছাড়া সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে গতকাল বিধানসভার বাইরে আবারো শুভ্রাংশু রায় জানিয়ে দেন, কোনো পরিস্থিতিতেই তিনি দল ছাড়ছেন না। কিন্তু দলের মধ্যে তাঁর উপর অনাস্থা তৈরি হয়ে গেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। আর তাই এবার তাঁর ‘ডানা ছাঁটার’ প্রক্রিয়া শুরু হয়ে গেল। স্থানীয় বীজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হওয়া সত্ত্বেও, ওখানকার দুই পুরসভা কাঁচরাপাড়া ও হালিশহরে নজর রক্ষার দায়িত্ত্ব পেলেন না মুকুল-পুত্র। পরিবর্তে পুরসভার কাজকর্মে দলের তরফে ‘সহযোগী’ হিসাবে থাকবেন পার্শবর্তী ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিংহ ও নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। জেলা সভাপতি জ্যোতিপ্রয় মল্লিক ও সাংগঠনিক পর্যবেক্ষক নির্মল ঘোষের উপস্থিতিতে দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। যদিও দলের প্রচলিত কাঠামো অনুযায়ী এলাকার বিধায়ক হিসাবে শুভ্রাংশু রায়ই এই বিধানসভা কেন্দ্রের দলীয় কমিটির চেয়ারম্যান থাকছেন। তা সত্ত্বেও এইরকম একটি সিদ্ধান্ত ঘোষণার পর রাজনৈতিক গুঞ্জন বেড়ে গেল বহুগুন। আপনার মতামত জানান -