এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বিপাকে তৃণমূল নেতারা

মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বিপাকে তৃণমূল নেতারা


গোটা রাজ্যের নেতৃত্ববৃন্দ এখন খুঁজে চলেছেন মুখ্যমন্ত্রীর বর্তমান ছবি। কিন্তু বর্তমান ছবির হদিশ মিলছে না কিছুতেই। এদিকে পুরনো ছবি মোটেই পছন্দ করছেন না বাংলার মুখ্যমন্ত্রী। নতুন ছবির সন্ধান পাওয়াটাই তৃনমূল নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ। সম্প্রতি পশ্চিম বর্ধমানের জেলা সভাপতি ভি শিবদাসন আক্ষেপের সাথে জানান, “দিদির এখনকার ছবিই পাচ্ছি না। তাই আপাতত পুরনো ছবিই কিনলাম।” শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে নিজের পুরনো ছবি দেখে বলে “এই ছবিটা রেখেছেন কেন? আমি কি এতই মোটা!” এরপর শুরু হয় রাজ্য জুড়ে ছবি বদলের পালা। যদিও পশ্চিম বর্ধমানে এর প্রভাব খুব একটা দেখা যায়নি বলেই জানা গেছে। সম্প্রতি বেনাচিতিতে একটি সম্মেলনে নাচন রোড থেকে সম্মেলন স্থল পর্যন্ত এবং দলের মুখপাত্রের একটি স্টলেও মুখ্যমন্ত্রীর পুরনো ছবিই পরিলক্ষিত হয়েছে। ওইদিন জেলা সভাপতি জানান সবাইকে নতুন ছবি ব্যবহার করতে বললেও নতুন ছবির খোঁজ মিলছে না। সূত্রের খবর দুরগাপুরের চেয়ারম্যান মৃগেন্দ্রনাথ বাবু জানান এই বিষয় তিনি অজ্ঞাত ছিলেন। মেয়র দিলীপ অগস্তি ও মেয়র পারিষদ অমিতাভ ব্যানারজীর বারিতেও মুখ্যমন্ত্রীর পুরনো ছবিই মেলে। তারা সত্বর ছবি বদলাবেন বলে জানান। এদিকে আসানসোলের চেয়ারম্যান অমরনাথ চট্টোপধ্যায় ও মেয়র জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে মুখ্যমন্ত্রীর যে ছবি আছে তা নতুন বলেই তারা দাবী করেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!