যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারে ভারতী ঘোষ রাজ্য February 10, 2018 ভারতী ঘোষকে আরো বিপদে ফেলে এবার তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো আদালত। জানা গেছে সিআইডি করা আবেদনের ভিত্তিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। জানা গেছে যে শুধু ভারতীদেবীই নন পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার থাকাকালীন ভারতীর নিরাপত্তারক্ষী সুজিত মণ্ডলের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত ৷ স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ, তাঁর একাধিক বাড়িতে সিআইডির তল্লাশি, সেখান থেকে উদ্ধার হওয়া নগদ টাকা ও বিদেশি মদ, ভারতীদেবী ঘনিষ্ঠ দু’জন পুলিশ আধিকারিক গ্রেফতার, ভারতীদেবীর স্বামী এমএভি রাজুকে পুলিসি হাজিরা সব মিলিয়ে প্রচন্ড চেইপ আছেন এখন ভারতী দেবী। সিআইডির ধারণা যে উত্তর ভারতের কোথাও আত্মগোপন করে রয়েছেন ভারতীদেবী ও সুজিতবাবু। তাই দ্রুত তাঁদের হেফাজতে নিতেই এই আবেদন বলে মনে করা হচ্ছে। পাশাপাশি জানা গিয়েছে সিআইডির একটি বিশেষ দল বাংলার বাইরে রওনা দিয়েছে ওই গ্রেফতারি পরোয়ানা নিয়ে ৷ আপনার মতামত জানান -