এখন পড়ছেন
হোম > অন্যান্য > আর নেই সৌমিত্র, এবার আর্টিস্ট ফোরামের দ্বায়ীত্বে কে? বাড়ছে জল্পনা !

আর নেই সৌমিত্র, এবার আর্টিস্ট ফোরামের দ্বায়ীত্বে কে? বাড়ছে জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর্টিস্ট ফোরামের দীর্ঘকালের সভাপতি ছিলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রথম যখন আর্টিস্ট ফোরাম তৈরি হয় তখন এর সভাপতি হয়েছিলেন শুভেন্দু চট্টোপাধ্যায়। এর পরের বছর থেকেই সভাপতির পদে এসেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আমৃত্যু তিনি এর সভাপতি ছিলেন এবার তাঁর মৃত্যুর পর আর্টিস্ট ফোরামের সভাপতি কে হবেন? তা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হল। দীর্ঘ সময়ের জন্য কাউকে সভাপতি করা হবে? নাকি অল্প সময়ের জন্য কাউকে সভাপতি করা হবে? সমস্ত কিছু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে আর্টিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক ও সেক্রেটারি শান্তিলাল মুখোপাধ্যায় জানালেন যে, টলিউডের সিনিয়র শিল্পী রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত প্রমুখদের সঙ্গে তিনি যোগাযোগ করবেন। ও বিষয়ে তাঁদের সঙ্গে আলোচনা করে, তাঁদের মতামতের উপর ভিত্তি করে এ বিষয়ে তিনি পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। শান্তিলাল মুখোপাধ্যায় আরো জানান যে, আর্টিস্ট ফোরাম হল রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন এর আওতাভুক্ত। তাই এই সংস্থার যদি সভাপতি না থাকে, তবে এর নিয়ম কানুন কিভাবে পালন করা হবে? কীভাবে এগোবে এই সংস্থা? সে বিষয় তাঁর কাছে স্পষ্ট নয়।

প্রসঙ্গত, আর্টিস্ট ফোরামের সভাপতি তথা সর্বাধিনায়ক ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শিল্পীদের কোনরকম সমস্যা হলে এই ফোরামের সদস্যরা সৌমিত্র বাবুর কাছে যেতেন। এ প্রসঙ্গে শান্তিলাল মুখোপাধ্যায় জানালেন যে, সৌমিত্র বাবু যে শুধু কাগজে-কলমেই এই ফোরামের সভাপতি ছিলেন, তা নয়। অত্যন্ত সক্রিয় ছিলেন তিনি এ বিষয়ে। কখনো কোনো সমস্যা হলেই বারবার তিনি তাঁর কাছে ছুটে গিয়েছিলেন। সমস্যার সমাধান না হলে, সৌমিত্র বাবু হাল ছাড়তেন না বলে, জানালেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত আর্টিস্ট ফোরাম ছোট পর্দায় ঘন্টা মেপে শুটিং ও নির্দিষ্ট তারিখের মধ্যে শিল্পীদের পারিশ্রমিক দেবার দাবিতে আন্দোলন করেছিল। যে আন্দোলনের মূল উদ্যোক্তা ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে এ কথা স্মরণ করিয়ে দিলেন আর্টিস্ট ফোরামের প্রাক্তন সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায়। সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে তিনি জানালেন যে, ইন্ডাস্ট্রির অভিভাবক ছিলেন সৌমিত্র বাবু। শিল্পীদের সাহায্য করতে সবসময় এগিয়ে আসতেন তিনি। নিজে একটি বিশেষ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হয়েও টেকনিশিয়ান স্টুডিয়ো বন্ধ হলে তার প্রতিবাদে সামিল হয়েছিলেন তিনি।

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বেলভিউ হাসপাতালে ভর্তি হওয়ার আগেই তাঁর সঙ্গে ফোরামের বিষয়ে আলোচনা করতে তাঁর কাছে গিয়েছিলেন শান্তিলাল মুখোপাধ্যায়, শংকর চক্রবর্তী প্রমুখরা। জানা যায়, বৈঠকের পরে আরো অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন সংগঠনের সদস্যরা। এই সংগঠন চালানোর জন্য বিশেষ দূরদর্শী ও বিচক্ষণ মানুষের একান্ত অভাব বোধ করছেন সংগঠনের সদস্যরা। যা তাদের সংশয়ে রেখেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!