এখন পড়ছেন
হোম > জাতীয় > টার্গেট বাংলা! এবার মোদির মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন একগুচ্ছ বাঙালি? সামনে এলো তথ্য!

টার্গেট বাংলা! এবার মোদির মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন একগুচ্ছ বাঙালি? সামনে এলো তথ্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সামনেই 2021 এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এবার বাংলাকে পাখির চোখ করে এগিয়ে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি। যেনতেন প্রকারেন বাংলার ক্ষমতা দখল করা বিজেপির কাছে এখন প্রধান টার্গেট হয়ে দাঁড়িয়েছে। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে রাজ্যে 18 টি আসন দখল করেছিল পদ্ম শিবির। আর তারপর থেকেই বাংলায় এত ভালো ফল করার জন্য আগামীদিনে বিধানসভা নির্বাচনে যাতে রাজ্যে ভালো ফল করা যায়, তার জন্য চেষ্টা শুরু করেছে গেরুয়া বাহিনী।

তবে লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি প্রথমবার এত আসন পেলেও, কেন্দ্রীয় মন্ত্রীসভায় বাংলার মোটে দুইজন সাংসদের জায়গা হওয়া নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, বিজেপি বাংলা বিদ্বেষী। তাই বাংলা তাদের এত আসন দেওয়া সত্ত্বেও তারা মোটে দুজন সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দিল। যার ফলে কিছুটা হলেও চাপে পড়ে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি।

তবে এগিয়ে আসছে বাংলার বিধানসভা নির্বাচন। বর্তমানে বাংলার বিজেপি নেতাদের অন্য রাজ্যের দায়িত্ব দিয়ে বাংলার গুরুত্ব সর্বভারতীয় ক্ষেত্রে বৃদ্ধি করতে মরিয়া হয়ে উঠেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর এবার বিশেষ সূত্রে খবর পাওয়া গেল যে, বাংলার দুই বিজেপি সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে। যাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে রাজ্যজুড়ে।

সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনজনের জায়গা ফাঁকা হয়েছে। তাই সেই জায়গায় হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিককে জায়গা দেওয়া হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। আর যদি দক্ষিণবঙ্গের এক বিজেপি সাংসদ এবং উত্তরবঙ্গের এক বিজেপি সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়, তাহলে আগামীদিনে বঙ্গ বিজেপির গুরুত্ব সাধারণ মানুষের কাছে অনেকটাই বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কেননা বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে যখন বিজেপি তাদের প্রভাব বৃদ্ধি করতে তৎপর, তখন বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় সদস্য নিয়ে যাওয়া নিঃসন্দেহে বাংলার মানুষের কাছে খুশির কারণ হয়ে দাঁড়াবে। এক্ষেত্রে বিজেপি নেতৃত্ব বিধানসভা নির্বাচনে ভোট চাইতে দেওয়ার সময় এই বিষয়টিকে সামনে রেখে আরও বেশি করে প্রচার করবে বলে মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই কেন্দ্রীয় মন্ত্রিসভায় যদি বাংলার সাংসদদের গুরুত্ব দেওয়া হয়, তাহলে বঙ্গ বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে আরও বেশি ভালো ফল করতে সক্ষম হবে বলে দাবি বিশেষজ্ঞদের। তবে এখনও পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। শেষ পর্যন্ত কি হবে, তা ঠিক করবে বিজেপির সর্বভারতীয় কেন্দ্রীয় নেতৃত্ব।কিন্তু তাদের কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া নিয়ে যে জল্পনা তৈরি হচ্ছে, তা কি সত্যি?

এদিন এই প্রসঙ্গে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “যদি আমাকে বুথ সভাপতি করা হয়, তাহলে আমাকে সেই দায়িত্বই পালন করতে হবে। বাংলায় মজবুত সরকার গড়তে কেন্দ্রীয় নেতৃত্ব যা স্থির করবেন, তাই আমি পালন করব।” অন্যদিকে এই ব্যাপারে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, “আমি না চাইতেই ভারতীয় জনতা পার্টি আমাকে অনেক সম্মান দিয়েছে। একজন সাংসদ হিসেবে যথেষ্ট কাজ করার সুযোগ পেয়েছি। কেন্দ্রীয় নেতৃত্ব যদি আমাকে কেন্দ্রীয় মন্ত্রী হবার যোগ্য মনে করে, তাহলে তা নিশ্চয়ই মেনে নেব। যে কোনো ধরনের দায়িত্ব পালন করতে আমি প্রস্তুত।”

স্বভাবতই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে যখন বিজেপি পাখির চোখ করেছে এবং অপর দিক থেকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বিজেপি বাংলার সংস্কৃতি জানে না, তখন বাংলার সাংসদদের কেন্দ্রীয় মন্ত্রীসভায় গুরুত্ব দিয়ে বিজেপি বাংলার মানুষের কাছাকাছি পৌছতে চাইছে বলে মনে করছেন একাংশ। যার ফলে এবার একাধিক বাঙালির কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে। সব মিলিয়ে এই ব্যাপারে বিজেপির সর্বভারতীয় নেতৃত্ব কি সিদ্ধান্ত নেন, মন্ত্রীসভায় সম্প্রসারণে বাংলা থেকে কোন কোন বিজেপি সাংসদ এখানে জায়গা পান, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!