এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলদাস পুলিশে বদল আনলেই শান্তিপূর্ণ হবে নির্বাচন, শাসককে চরম ধাক্কা দিলীপের!

দলদাস পুলিশে বদল আনলেই শান্তিপূর্ণ হবে নির্বাচন, শাসককে চরম ধাক্কা দিলীপের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- দেশের লোকসভা নির্বাচনে অন্যান্য রাজ্যের পাশাপাশি কড়া নজর রয়েছে বাংলার দিকে। কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন খুব ভালো করেই জানে, বাংলায় প্রত্যেকটা ভোটে কি পরিমান হিংসা হয়! সেই কারণে বাংলার প্রতি বাড়তি নজর রাখার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী বেশি সংখ্যক দিতে চাইছে নির্বাচন কমিশন। বিরোধীরাও তেমনটাই দাবী করছে। কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করলেই তো হবে না। নীচুতলায় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশরা থেকেই নির্বাচন করায়, তাহলে লাভের লাভ কিছুই হবে না, এটাও বুঝতে পারছে বিরোধীরা‌। তাই অনেক পুলিশ প্রশাসন যারা এখনও নিরপেক্ষ ভাবে কাজ করছে না, এবার তাদেরও বদল ঘটানো জরুরি। আর সেই কথাই শোনা গেল দিলীপ ঘোষের গলায়।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপি নেতা দিলীপ ঘোষকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “কেন্দ্রীয় বাহিনী আসলেই তো হবে না। কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করে এই রাজ্যের পুলিশ। অনেক ক্ষেত্রেই তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে। তাই পুলিশের যদি দলদাস প্রক্রিয়া বন্ধ না হয়, তাহলে প্রশাসনের মধ্যেও পরিবর্তন করা জরুরী।” বিজেপির মতে, দিলীপ ঘোষের বক্তব্য একদম সঠিক। নীচু তলায় অনেক পুলিশ রয়েছেন, যারা তৃণমূলের কথামত কাজ করছেন। আর তাদের কথা মত ভোট হলে এবং কেন্দ্রীয় বাহিনী পরিচালিত হলে লাভের লাভ কিছু হবে না তাই। তাই আসল জায়গায় পরিবর্তন করতে হবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে। যারা দলদাস হয়ে কাজ করছেন, আগে সেই সমস্ত প্রশাসনে বদল ঘটাতে হবে। তাহলেই সঠিকভাবে, শান্তিপূর্ণ ভাবে বাংলার নির্বাচন হবে বলেই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!