এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > PRT থেকে শুরু করে MSK-SSK-শিক্ষাবন্ধুদের বেতন বঞ্চনা সহ একগুচ্ছ ইস্যুতে বিধানসভা অভিযান

PRT থেকে শুরু করে MSK-SSK-শিক্ষাবন্ধুদের বেতন বঞ্চনা সহ একগুচ্ছ ইস্যুতে বিধানসভা অভিযান


রাজ্যের শিক্ষক হোক বা শিক্ষাকর্মী – বেতন কাঠামো থেকে শুরু করে, বকেয়া ডিএ বা পে-কমিশন নিয়ে বর্তমান রাজ্য সরকারের কাছে বঞ্চিত হতে হতে দেওয়ালে পিঠ থেকে গেছে বলে অভিযোগ উঠেছে শিক্ষামহলে। আর তাই নিজেদের দাবি জোরদার করতে আর রাজ্য সরকারের ‘ঘুম’ ভাঙাতে এবার বিধানসভা অভিযানের পথ বেছে নিতে চলেছেন রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। আর এই ব্যাপারে নেতৃত্ব দিতে চলেছে এই মুহূর্তে রাজনৈতিকভাবে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি।

আগামী ৭ই জুলাই, রবিবার, দুপুর ১২:৩০ টায় বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাধিক দাবি দাওয়া ও বঞ্চনার প্রতিবাদে হতে চলেছে এই বিধানসভা অভিযান। যে বিষয়ের উপর এই অভিযান হতে চলেছে তা হল –

১. PRT-র দাবিতে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের উপর রাজ্য সরকারের বর্বরোচিত আক্রমণের প্রতিবাদ
২. PRT , TGT স্কেল ও বকেয়া ডিএ সহ কেন্দ্রীয় হারে পে-কমিশন কার্যকর করার দাবি
৩. সর্বশিক্ষা অভিযানের সকল শিক্ষক ও কর্মীদের (SSK, MSK,প্যারাটিচার, শিক্ষাবন্ধু) ন্যায্য বেতনের দাবি
৪. ২ লক্ষ শিক্ষক শূন্যপদ পূরনের মাধ্যমে স্কুল কলেজে যথার্থ শিক্ষার দাবি

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি টিচার্স সেলের তরফে জানা গেছে, বিজেপি রাজ্য অফিস থেকে মহামিছিল করে প্রতীকী বিধানসভা অভিযান করা হবে। মিছিলে নেতৃত্ব দেবেন বিজেপি শিক্ষক সেলের রাজ্য অবজারভার তথা সাংসদ ডাঃ সুভাষ সরকার, রাণাঘাটের শিক্ষক সাংসদ জগন্নাথ সরকার, বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস, বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির অন্যান্য গুরুত্বপূর্ণ রাজ্য নেতৃত্ববৃন্দ। এমনকি মিছিল শুরু হওয়ার পরে যোগ দিতে পারেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বলে জানা গেছে।

কিছুদিন আগেই PRT- র দাবিতে আন্দোলনরত অবস্থায় পুলিশের লাঠির আঘাতে আহত শিক্ষকরা এবং গ্রেফতার হওয়া শিক্ষকরা মিছিলের পুরোভাগে থাকবেন বলে জানা গেছে। বিজেপি শিক্ষক সেলের রাজ্য কনভেনার দীপল বিশ্বাস বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শিক্ষকদের দীর্ঘ দিন ধরে বকেয়া ডিএ, পে-কমিশন, ন্যায্য বেতন থেকে বঞ্চিত করছেন। এটাই হলো এই রাজ্যের সবথেকে বড় ‘কাটমানি’ কেলেঙ্কারি। শিক্ষকদের বঞ্চিত করে সেই কাটমানির টাকায় মুখ্যমন্ত্রী মেলায়, খেলায়, ক্লাবে বিতরণ করছেন।

দীপালবাবু আরও জানান, আগামী ৭ ই জুলাই আমরা বিজেপি শিক্ষক সেলের পক্ষ থেকে বিধানসভা অভিযান করে মুখ্যমন্ত্রীর কাছ থেকে সেই ‘কাটমানির’ টাকা ফেরত চাইব। সর্বস্তরের শিক্ষক ও কর্মীদের এই মিছিলে যোগ দিয়ে, অযোগ্য রাজ্য সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। প্রসঙ্গত, বিজেপি টিচার্স সেল শিক্ষকদের ক্ষোভের প্রায় প্রতিটা জায়গা ধরে ধরে এই বিধানসভা অভিযানের আহ্বান জানানোয় শিক্ষক মহলে ইতিমধ্যেই এই নিয়ে উৎসাহের জোয়ার নেমেছে। আগামী ৭ তারিখ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই এই বঞ্চিত শিক্ষকদের এক বৃহদাংশ দলমত নির্বিশেষে এই অভিযানে যোগদান করতে চলেছেন বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!