এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনের প্রচার বেরিয়ে বিজেপিকে প্রবল কটাক্ষ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর

নির্বাচনের প্রচার বেরিয়ে বিজেপিকে প্রবল কটাক্ষ রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ৩০ সে সেপ্টেম্বর ভবানীপুরে রয়েছে উপনির্বাচন। ভবানীপুর থেকে নির্বাচনে লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। তবে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ৬ মাসের মধ্যে একটি আসনে তাঁকে জিতে আসতেই হবে। ভবানীপুরে মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে বেরোলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

মুখ্যমন্ত্রীর হয়ে প্রচারে বেরিয়ে ভবানীপুরের বহু মানুষের বাড়ি গেলেন তিনি। পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, ভবানীপুরের উপ নির্বাচনে কারচুপি করার মতো ক্ষমতা বিজেপির নেই। যে যত বড় মস্তান হন, মেদিনীপুরের হন, কিংবা ব্যারাকপুরের হন। ভবানীপুরের মানুষ তার পা ভেঙে দেবেন। ভবানীপুরে যদি বিজেপির গুন্ডারা ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে, তবে পা ভেঙে দেয়া হবে। বাড়ি বাড়ি যাবার দরকার না হলেও, গণতন্ত্রের নিয়ম মেনে বাড়ি বাড়ি যাচ্ছেন তিনি। ৩০ তারিখের ভোটের কথা মনে করে দিচ্ছেন মানুষকে। পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, নন্দীগ্রামে যেভাবে দিলীপ ঘোষেরা রিগিং করতে পেরেছিলেন ভবানীপুরে তা পারবেন না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির বিরুদ্ধে একাধিক বিষেদাগার করার পর এর পাল্টা জবাব দিলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। অর্জুন সিং জানালেন যে, তিনি হলেন সরাসরি আল-কায়েদার লোক। তার কাছ থেকে এর বেশী কি আশা করা যায়? বাংলার মানুষ জানেন, তৃণমূল কি ভাবে জিহাদি শক্তি তৈরি করেছে। ভোট পরবর্তী হিংসায় তার প্রমাণ পাওয়া গেছে। তৃণমূল হাত ভেঙে দিক, পা ভেঙে দিক, খুন করে দিক। কিন্তু বিজেপিও তৈরি আছে।

অন্যদিকে জগদ্দল এলাকায় ১৫০ টিরও বেশি সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এ প্রসঙ্গে অর্জুন সিং জানালেন যে, অপরাধী ধরার জন্য এই ক্যামেরা নয়, বিজেপির ওপর নজরদারি রাখতে ক্যামেরা বসানো হচ্ছে। কে বিজেবি করবে? কে বিজেপি করছে? তা দেখার জন্য এটা করা হচ্ছে। এর পাল্টা জবাবে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাংসদ চাইছেন অপরাধ জগতের সকলকে নিয়ে বসে থাকবেন আর অপরাধ করতে থাকবেন। যা চলতে দেওয়া যাবে না। ওর অপরাধ সামনে আসবেই। অপরাধের শাস্তিও দেয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!