ঘুরতে গেলে এবার নতুন বিধিনিষেধ, কার্যত করোনা থেকে বাঁচতেই নতুন নির্দেশিকা বিশেষ খবর মেদিনীপুর রাজ্য July 12, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা পরিস্থিতিতে রাজ্যে দীর্ঘদিন ধরেই পর্যটনশিল্প মার খাচ্ছে বলেই মনে করা হচ্ছে। করোনার সংক্রমণের কারণে এখন বাড়ি থেকে মানুষ সাবধানতা হেতু বেরোচ্ছেইনা বলা চলে। কিন্তু একভাবে থাকতে থাকতে মানুষ কিছুটা হতাশ হয়ে পড়ছে। পাশাপাশি এই পরিথিতিতে মানুষের মধ্যে করোনা সংক্রান্ত যে ভয় ছিল, তাও আর থাকছেনা। সেক্ষেত্রে মন পরিবর্তন করতে এ রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রে ভিড় বাড়াচ্ছেন পর্যটকরা। যার মধ্যে দীঘা, মন্দারমণি, শংকরপুর অন্যতম। কার্যত এই তিন জায়গাই ইয়াসের দাপটে ছিন্নভিন্ন বিধ্বস্ত অবস্থা। কিন্তু তাতেও পর্যটকের খামতি নেই। এই পরিস্থিতিতে এবার রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন নির্দেশিকায় করোনা বিধি অনুযায়ী এবার থেকে রাজ্যের মেদিনীপুরের পর্যটন কেন্দ্রে ঘুরতে গেলে প্রয়োজন হবে ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র অথবা করোনার নেগেটিভ টেস্ট রিপোর্ট। খুব স্বাভাবিকভাবেই এই নির্দেশ যথেষ্ট উল্লেখযোগ্য এই পরিস্থিতিতে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আজ থেকেই এই নির্দেশ কার্যকর হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায় বলে জানা যাচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার মহকুমা প্রশাসন থেকে ইতিমধ্যেই দীঘা, শঙ্করপুর এবং মন্দারমনি এলাকার বিভিন্ন হোটেলে এই বিধি-নিষেধ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - অন্যদিকে হোটেলগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশিকা অমান্য করলে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে। কার্যত এক্ষেত্রে হোটেলগুলির লাইসেন্স বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ এবং মহকুমা প্রশাসক এবং পুলিশ প্রশাসন মিলে নির্দেশিকা কার্যকরী হচ্ছে কিনা তা দেখার অভিযান শুরু করেছে। বর্তমানে করোনার বিধি-নিষেধ কিছুটা আলগা হওয়ায় এবং করোনা সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী হওয়ায় কাছাকাছি পর্যটনকেন্দ্রগুলিতে ধীরে ধীরে লোকজন ঘুরতে যাচ্ছে। এমনকি ভিন রাজ্য থেকেও পর্যটকরা আসছেন। এক্ষেত্রে মাস্ক এবং স্যানিটাইজারের যথাযথ ব্যবহার হচ্ছেনা বলে অভিযোগ উঠছে। সেক্ষেত্রে রাজ্যে যাতে নতুন করে আর করোনার ভয়াবহ পরিস্থিতি ফিরে না আসে, তার জন্যই কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত দীঘা, শঙ্করপুর কিংবা মন্দারমণি ঘুরতে গেলে সাথে রাখতেই হবে মাস্ক, স্যানিটাইজারের সঙ্গে করোনার প্রতিষেধকের দুটি ডোজের রিপোর্ট কিংবা করোনার নেগেটিভ রিপোর্ট। পাশাপাশি নজর রাখা হচ্ছে, রাজ্যের অন্যান্য পর্যটঙ্কেন্দ্রগুলির ক্ষেত্রেও কি এবার এরকম বিধিনিষেধ কার্যকর হবে? আপনার মতামত জানান -