এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আমপান দুর্নীতি নিয়ে সিপিএম চেপে ধরতেই তীব্র পাল্টা আক্রমণের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা

আমপান দুর্নীতি নিয়ে সিপিএম চেপে ধরতেই তীব্র পাল্টা আক্রমণের পথে হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –2021 এর বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই শাসক-বিরোধী তরজা ক্রমশ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে নিত্যনতুন অভিযোগ করা হচ্ছে। আর এবার ভয়াবহ দুর্যোগ আমপানের ক্ষতিপূরণ নিয়ে আদালত যখন সিএজি নিরীক্ষার নির্দেশ দিয়েছে, ঠিক তখনই সিপিএমের পক্ষ থেকে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে। আর এবার সিপিএমের করা সেই আক্রমণের জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যেখানে সিপিএমকে “বিজেপির বড় সর্দার” বলে আক্রমণ করলেন তিনি। পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্য এখনকার সিপিএমের মত নির্লজ্জ ছিলেন না বলেও জানিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই বর্তমানে একদিকে বিজেপির মোকাবিলা এবং অন্যদিকে সিপিএমের কঠোর সমালোচনা করে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল নেত্রী কার্যত শোরগোল তুলে দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, সিপিএমকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমপানের 25 হাজার কোটি টাকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাও দিয়ে দেওয়া হয়েছে। সিপিএমের লজ্জা থাকা উচিত। বিজেপির সবথেকে বড় সর্দার হচ্ছে সিপিএম। বামপন্থী বন্ধুদের সম্মান জানিয়ে বলছি, এই সিপিএমকে আপনারা চেনেন না। এদের মত এত নির্লজ্জ বুদ্ধবাবু, জ্যোতিবাবুও ছিলেন না। লক্ষ লক্ষ কোটি টাকা পিএম কেয়ারে কোথায় যাচ্ছে? কটা অডিট হচ্ছে বন্ধু? কেন অডিট হবে না? আইন কেন দু’রকম হবে! আমি মানুষ হিসেবে বলছি, আমার বেলায় আমি খারাপ। কারণ এরা গরিব। এক-দুই হাজার টাকা নিয়েছে। সেটা ফিরিয়ে দিয়েছে। সরকারের কথা শুনলে না! কেন্দ্র থেকে নির্দেশ দিয়ে করাচ্ছো!”

অর্থাৎ একদিকে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারকে যেমন আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই সিপিএমের বিরোধিতা নিয়েও কার্যত প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। পাশাপাশি বর্তমান সিপিএম অত্যন্ত নির্লজ্জ বলেও দাবি করতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ধরনের কথা বলছেন, তখন তার পাল্টা জবাব দিয়েছে সিপিএম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “ওনার মনে রাখা উচিত, পিএম কেয়ারের অস্বচ্ছতা নিয়ে অভিযোগ আমরা ধারাবাহিকভাবে তুলেছি। অডিটের দাবি প্রথম সিপিএম করেছে। এখন আমপানের পরে সর্বদলীয় বৈঠকের মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা টাঙিয়ে দিতে হবে। কেন তালিকা দেওয়া হল না! ক্ষতিপূরণের টাকা কোথায় গেল! তার জবাব তো রাজ্য  সরকারকেই দিতে হবে।”

পাশাপাশি সিপিএমকে মুখ্যমন্ত্রী “বিজেপির বড় সর্দার” বলে আক্রমণ করায় তার জবাব দিতেও দেখা গেছে সুজন চক্রবর্তীকে। তিনি বলেন, “বাংলায় বিজেপিকে নিয়ে এলেন উনি, আর আমরা হয়ে গেলাম তাদের সর্দার। বাম আমলে 34 বছর জ্যোতিবাবু, বুদ্ধবাবুদের বাপ বাপান্ত করে এখন তাদের নাম নিতে হচ্ছে! দুর্নীতি ধরা পড়ে যাওয়ার ভয়ে তালজ্ঞান হারিয়ে এখন এসব বলছেন।”

সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই শাসক-বিরোধী তরজা বাড়তে শুরু করেছে রাজ্যে। এবার বিজেপির পাশাপাশি সিপিএমকেও কড়া ভাষায় আক্রমণ করে রীতিমত শোরগোল তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!