এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > এবার টিকা নিয়ে সুসংবাদ, মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা এদেশে আনতে চলেছে সবার জন্য টিকা

এবার টিকা নিয়ে সুসংবাদ, মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা এদেশে আনতে চলেছে সবার জন্য টিকা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   করোনার দ্বিতীয় ধাপের ফলে ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে তীব্র হাহাকার। বিশেষজ্ঞরা বলছেন, করোনার প্রথম ঢেউয়ের থেকেও দ্বিতীয় ঢেউয়ের ক্ষমতা অনেক বেশি মারাত্মক। এর মাঝে আবার শোনা যাচ্ছে, করোনার তৃতীয় ঢেউয়ের কথা। অন্যদিকে দেশে এই মুহূর্তে সবথেকে বড় সমস্যা হল প্রতিষেধক এর অভাব। প্রতিষেধক নিয়ে দুশ্চিন্তার মধ্যেই এবার এলো ভরসার জোগান। সম্প্রতি মার্কিন টিকা প্রস্তুতকারক সংস্থা ফাইজার জানিয়েছে, তাঁরা ভারতের বাজারে টিকার যোগান দিতে প্রস্তুত। আর তাই তাঁরা ছাড়পত্র চাইছে।

ইতিমধ্যে টিকা প্রস্তুতকারক সংস্থা ফাইজার জানিয়েছে, তাঁরা 12 বছরের উর্ধ্বে সবার জন্য টিকা প্রস্তুত করেছে। এই টিকা করোনার অতি সংক্রামক B.1.617 এর মত ভেরিয়েন্টকেও রুখে দিতে সক্ষম। জানা যাচ্ছে, এই প্রতিষেধক মূলত তরুণ প্রজন্মের মধ্যে বাড়তে থাকা সংক্রমণকে আটকে দিতে সক্ষম। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশজুড়ে গণটিকাকরণের ওপর জোর দেওয়া হচ্ছে। কিন্তু ভ্যাককসিনের অভাব থাকায় সেই পরিকল্পনা কিছুতেই সম্ভব হচ্ছেনা। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, যদি মার্কিন সংস্থার টিকা ফাইজার কোম্পানি ভারতে আসে, তাহলে টিকাকরণের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি জানা গেছে, 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসে এই টিকা এক মাসের জন্য সংরক্ষণ করা যেতে পারে। তবে ভারতের সমস্যা অন্য জায়গায়। ভারতে এখনো পর্যন্ত ফাইজার কোম্পানীর কোন ট্রায়াল হয়নি। তবে এই সংস্থার দাবি, হু সহ 44 টি সংস্থা তাঁদের টিকাকে ছাড়পত্র দিয়েছে ইতিমধ্যেই। তাই ভারতেও যদি এই টিকাকে ছাড়পত্র দেওয়া হয় তাহলে হতাশ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে স্থানীয় কমিটির যাচাই ছাড়া ফাইজার ব্যবহার করতে নারাজ। আর তাই নিয়েই চলছে একের পর এক আলোচনা।

সূত্রের খবর, যদি কেন্দ্রীয় সরকার ছাড়পত্র দেয় তাহলে জুন থেকে অক্টোবরের মধ্যে 5 কোটি ডোজ ফাইজার ভারতে নিয়ে আসবে বলে খবর। প্রসঙ্গত জানা গেছে, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যগুলিকে টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছিল। সেই অনুযায়ী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যখন ফাইজার কোম্পানির সঙ্গে যোগাযোগ করে, তখন কোম্পানি তাঁর প্রস্তাব খারিজ করে দেয়।

কোম্পানির দাবি, তাঁরা সরাসরি কেন্দ্রীয় সরকারকে সরবরাহ করতে পারবে টিকা। এটাই সংস্থার নীতি। আপাতত দেশে যখন টিকা নিয়ে হাহাকার শুরু হয়েছে, তখন কেন্দ্রীয় সরকার ফাইজার কোম্পানির প্রতিষেধক নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে, সে দিকেই নজর রাখছে ওয়াকিবহাল মহল। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিকভাবে পরীক্ষিত টিকা যদি এই মুহূর্তে দেশে আসে এবং গণহারে টিকা দেওয়া শুরু হয়, তাহলে বেড়ে চলা করোনার দ্বিতীয় ঢেউকে অনেকখানি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!