এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দেখ কেমন লাগে! “চোর, এনকাউন্টার করা উচিত” জনতার বিক্ষোভের মুখে শাহজাহান!

দেখ কেমন লাগে! “চোর, এনকাউন্টার করা উচিত” জনতার বিক্ষোভের মুখে শাহজাহান!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কথায় আছে, চিরদিন কারও সমান যায় না। হয়ত সেটাই এখন হাতেনাতে ভোগ করতে হচ্ছে সন্দেশখালির শেখ শাহাজাহানকে। এতদিন অনেক ভয় দেখিয়েছেন তিনি। কিন্তু এবার তিনি ভয়ে গুটিয়ে আছেন। আজকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে ইএসআই জোকা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে এসেছিল। কিন্তু সেখানে মানুষের যে বিক্ষোভের মুখে পড়তে হলো শেখ শাহজাহানকে এবং যেভাবে তাকে উদ্দেশ্য করে সাধারণ মানুষ একের পর এক বক্তব্য কটাক্ষের আকারে ছুড়ে দিলেন, তাতে বোঝাই যাচ্ছে যে, তৃণমূলের খুব শোচনীয় পরিস্থিতি এই শাহজাহান মডেলদের জন্য।

প্রসঙ্গত, সন্দেশখালির অঘোষিত বাঘ হিসেবে পরিচিত হলেও এখন কিন্তু শেখ শাহাজাহান ইঁদুরে পরিণত হয়েছেন। বিরোধীদের বক্তব্য তেমনটাই। আজকে তাকে যখন ইএসআই জোকা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে আসা হয়, সেই সময় সাধারণ মানুষদের পক্ষ থেকে প্রবল বিক্ষোভ দেখা যায় শাহজাহানকে উদ্দেশ্য করে। অনেকে বলেন, “চোর, এনকাউন্টার করা উচিত। এ হচ্ছে সন্দেশখালির ত্রাস।”  পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পর যেভাবে সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছিলেন তাকে উদ্দেশ্য করে, সেই একই প্রবণতা দেখা গেল শাহজাহানের ক্ষেত্রে।

অর্থাৎ মানুষ কিন্তু তৃণমূলের এই দৌরাত্ম্যের প্রতি অত্যন্ত বিরক্ত। সেই কারণেই তারা যত বড়ই দাপুটে ব্যক্তি হোক না কেন, তারা যদি অন্যায় করে থাকেন, তাহলে তাদের সামনেও তাদেরকে চোর বলতে দুবার ভাবছেন না। আর এটাই বুঝিয়ে দিচ্ছে, সময় খুব একটা ভালো নয় এই রাজ্যের শাসক দলের। ভবিষ্যতে এইরকম আরও অনেক করুণ পরিণতি তাদেরকে দেখতে হবে তৃনমূলের নেতাদের বলেই দাবি গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!