এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রের নয়া কৃষি আইনের জের। আবার এনডিএ ছাড়ল বিজেপির এক জোটসঙ্গী। নিঃসঙ্গতা বাড়ছে বিজেপির।

কেন্দ্রের নয়া কৃষি আইনের জের। আবার এনডিএ ছাড়ল বিজেপির এক জোটসঙ্গী। নিঃসঙ্গতা বাড়ছে বিজেপির।


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে চলছে কৃষকদের বিক্ষোভ, আন্দোলন। যার ফলে ভেতরে ও বাইরে প্রবল চাপে রয়েছে কেন্দ্রীয় সরকার। বিক্ষোভরত কৃষকদের সঙ্গে আলোচনায় বসে একটা সমাধান সূত্র বার করতে চাইছে কেন্দ্র। কিন্তু বিক্ষুব্ধ কৃষকেরা নয়া তিন আইন বাতিলের দাবিতে অনড় অবস্থান নিয়েছেন। এই পরিস্থিতিতে কৃষকদের সমর্থন জানিয়ে এনডিএ ছেড়ে বেরিয়ে এল রাষ্ট্রীয় লোক তান্ত্রিক পার্টি।

ইতিপূর্বে কেন্দ্রের নয়াকৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের বিক্ষোভকে সমর্থন জানিয়ে এনডিএ থেকে বেরিয়ে এসেছিল আকালি দল। এবার সে পথেই হাঁটলো রাষ্ট্রীয় লোক তান্ত্রিক পার্টি। রাষ্ট্রীয় লোক তান্ত্রিক পার্টির প্রধান ও নাগপুরের সাংসদ হনুমান বেনিওয়ালা স্পষ্ট জানালেন যে, যারা কৃষি বিরোধী তাদের সঙ্গে থাকবেন না তিনি। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, নয়া কৃষি আইন যদি বাতিল করা না হয়, তবে সাংসদ পদ থেকেও ইস্তফা দেবেন তিনি।

প্রসঙ্গত, গত ২৭ সে সেপ্টেম্বর নয়া কৃষি আইন প্রবর্তন করেছিল কেন্দ্রীয় সরকার। এই আইনের মধ্যে রয়েছে অত্যাবশ্যক পণ্য আইন। যেখানে বলা হয়েছে যে, যুদ্ধকালীন অবস্থা বাদ দিলে অন্যান্য সময়ে ব্যবসায়ীরা ইচ্ছেমতো কৃষি পণ্য মজুত রাখতে পারবে। আবার, এই আইনের মধ্যে রয়েছে খামার চুক্তি পরিষেবা আইন। যেখানে চুক্তিচাষকে গুরুত্ব দেওয়া হলেও, একজন কৃষক কিভাবে তাঁর ন্যায্য মূল্য পাবেন? সে কথা বলা হয়নি। এছাড়াও রয়েছে ব্যবসায়ীর কাছে কৃষকের ফসল বিক্রির আইন। কিন্তু মান্ডি থেকে ফসল কিনতে হলে যে নূন্যতম সহায়ক মূল্য কৃষকদের দেয়া হতো, তার কথা এখানে জানানো হয়নি। এই আইন গুলিই প্রত্যাহারের দাবি করেছেন বিক্ষুব্ধ কৃষকেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই আবহে গতকাল কেন্দ্রের সঙ্গে আরেক প্রস্থ বৈঠকে রাজি হলেন বিক্ষুব্ধ কৃষকেরা। আগামী ২৯ সে ডিসেম্বর কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসতে পারেন বিক্ষুব্ধ কৃষকেরা। তবে, নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে অনড় রয়েছেন কৃষকরা। তাঁদের বুঝিয়ে তাদেরকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রি রাজনাথ সিং কৃষকদের কাছে আর্জি রেখেছেন, অন্তত ১বছর বা ২ বছরের জন্য এই আইন কার্যকর করতে। তারপর তাঁরা তাদের দাবি জানান।

অন্যদিকে, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির প্রধান হনুমান বেনিওয়ালা একাধিকবার আন্দোলনকারী কৃষকদের পক্ষে সমর্থন জানিয়েছিলেন। গত ২০১৯ সালে বিজেপি থেকে বেরিয়ে গিয়ে তিনি তাঁর এই নতুন দল তৈরি করেছিলেন। তবে, গত লোকসভা নির্বাচনের পূর্বে তিনি এনডিএ জোটে যোগদান করেছিলেন। সম্প্রতি তিনি কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এনডিএ থেকে বেরিয়ে এলেন। ফলে চাপ বাড়লো বিজেপির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!