তৃণমূলের জন্ম নিয়েই এবার প্রশ্ন তুলে দিলেন বিজেপি নেতা বিশেষ খবর রাজ্য December 10, 2017 তৃণমূলের বিরুদ্ধে আগেও অনেক অভিযোগ করেছে বিজেপি.এদিন সব কিছুকে ছাড়িয়ে বিজেপি নেতা জয় ব্যানার্জি তৃণমূলের জন্ম নিয়েই প্রশ্ন তুলে দিলেন। কাকদ্বীপের চৌমাথার মোড়ে বিজেপির এক জনসভায় উপস্থিত ছিলেন তিনি। সভা থেকে তৃণমূলকে নানাভাবে আক্রমণ করার পাশাপাশি এদিন তিনি বলেন,“তৃণমূল যখন জন্মায় তখন নাড়ি কেটেছিল মুকুল রায়, মমতা নয়।” তাঁর মতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা করতে মমতা ব্যানার্জী নয় মুকুল রায়ের অবদান বেশি। তছাড়া তিনি বলেন এতদিন বিজেপির কর্মীরা তৃণমূলের কাছে মার্ খেয়েছে এবার বিজেপি পাল্টা আক্রমণ করবে। আপনার মতামত জানান -