উন্নতিতে কলকাতার টক্কর এখন মুম্বাইয়ের সাথে, দাবি অর্থমন্ত্রীর বিশেষ খবর রাজ্য December 10, 2017 এক বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজিত ইনফোকমের সমাপ্তি অনুষ্ঠানের মঞ্চ থেকে বাংলার উন্নতি নিয়ে একরাশ আসার কথা শোনালেন রাজ্যের অর্থ, শিল্প ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী অমিত মিত্র। তিনি জানান, স্রেফ তথ্যপ্রযুক্তি নয়, তার যোগ্য সঙ্গী হিসেবে আর্থিক হাবের পরিকাঠামোও এখন এতটাই পোক্ত যে, অদূর ভবিষ্যতে বাণিজ্য নগরী মুম্বইয়ের সঙ্গেও টক্কর দিতে পারবে কলকাতা। তিনি আরো জানান, রাজ্য সরকারের প্রথম পাঁচ বছরে তথ্যপ্রযুক্তি শিল্পে তিন গুণ লগ্নি বেড়েছে। সঙ্গে রফতানি হয়েছে দ্বিগুণ। তাঁর আরো দাবি, এখানে এমন কিছু সুবিধা ও পরিকাঠামো গড়ছে যা মুম্বইতেও নেই। আর তাই দৃঢ়তার সঙ্গে তিনি জানান, মনে রাখবেন এটি ভবিষ্যতে মুম্বইয়ের সঙ্গে পাল্লা দেবে। আপনার মতামত জানান -