এখন পড়ছেন
হোম > অন্যান্য > অন্যতম সম্মানজনক শীর্ষ পদে এলেন প্রাক্তন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল! জেনে নিন বিস্তারিত ভাবে

অন্যতম সম্মানজনক শীর্ষ পদে এলেন প্রাক্তন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল! জেনে নিন বিস্তারিত ভাবে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার বড়সড় সম্মান পেলেন প্রাক্তন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল। যাকে কেন্দ্র করে বিশিষ্ট এই অভিনেতার অনুগামীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছে। সূত্রের খবর, ভারতবর্ষের সিনেমার ট্রেনিংয়ের অন্যতম পীঠস্থান হিসেবে পরিচিত ন্যাশনাল স্কুল অফ ড্রামার প্রধান পদে নিযুক্ত হন এই পরেশ রাওয়াল। এদিন কেন্দ্রীয় পর্যটন এবং সংস্কৃতি মন্ত্রকের তরফ থেকে একটি ট্যুইট করে একথা জানানো হয়।

আর এই খবর প্রকাশ্যে আসার পরেই পরেশ রাওয়ালকে সকলে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। এদিন এই প্রসঙ্গে ট্যুইটে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ সিং পাটেল লেখেন, “রাষ্ট্রপতি ভবনের সিদ্ধান্তের ন্যাশনাল স্কুল অফ ড্রামার অধ্যক্ষ পদে নিযুক্ত হলেন বলিউডের খ্যাতনামা অভিনেতা পরেশ রাওয়াল।” তবে অনেকেই ব্যাপারে অবশ্য নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন। একাংশের মতে, পরেশ রাওয়ালের স্কুল অফ ড্রামার অধ্যক্ষ পদে নিযুক্ত হওয়ার পেছনে রাজনীতি কাজ করছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অতীতে ফিল্ম স্কুলের পদের দায়িত্ব বিজেপির ঘনিষ্ঠ ব্যক্তিদের দেওয়া হয়েছিল। একসময় গজেন্দ্র চৌহানকে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার ডিরেক্টর পদে বসানো হয়েছিল‌। এরপর বিতর্ক তৈরি হলে সেখানে নিযুক্ত করা হয় অনুপম খেরকে। সেদিক থেকে এবার পরেশ রাওয়াল এইখানে নিযুক্ত হওয়ায় অনেকেই বলছেন, এক সময় পূর্ব আহমেদাবাদ থেকে বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়েছিলেন তিনি।

নরেন্দ্র মোদির অত্যন্ত গুডবুকে থাকা পরেশ রাওয়ালকে তাই জায়গা দেওয়া হল বলে দাবি করছেন একাংশ। যদিও বা পরেশ রাওয়ালের অনুগামীরা তা মানতে নারাজ। তাদের দাবি, সঠিক ব্যক্তি সঠিক জায়গা পেয়েছেন। এদিন এই প্রসঙ্গে পরেশ রাওয়াল বলেন, “এই দায়িত্ব খুব চ্যালেঞ্জিং। তবে একই সঙ্গে খুব আনন্দের।” সব মিলিয়ে এবার বিশিষ্ট অভিনেতাকে গুরুত্বপূর্ণ পদে আনার পরে নানা মহলে খুশির হাওয়া বইতে শুরু করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!