এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপির রাজ্য কমিটিতে স্থান পেয়ে অবশেষে মুখ খুললেন শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়!

বিজেপির রাজ্য কমিটিতে স্থান পেয়ে অবশেষে মুখ খুললেন শোভন-বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়!


প্রিয় বন্ধু মিড়িয়া রিপোর্ট – একসময়ে মুখ্যমন্ত্রীর বিশেষ আস্থাভাজন, কলকাতা পৌরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় গত এক বছর হল তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগদান করেছেন। তবে বিজেপিতে যোগদান করেও তাঁকে খুব একটা সক্রিয় ভূমিকা গ্রহণ করতে ইতিপূর্বে দেখা যায়নি। দলের মধ্যে তিনি ও তাঁর অবস্থান নিয়ে যথেষ্ট দোলাচল সৃষ্টি হয়েছিল। একসময় গুঞ্জন উঠেছিল বিজেপিতে ছেড়ে পুনরায় তিনি শাসকদল তৃণমূলে ফিরতে চলেছেন। কিন্তু সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দলে তাঁকে সক্রিয় করতে, বিজেপি দলের পক্ষ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে দেখা গেল। শোভন চট্টোপাধ্যায় ও বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে স্থান দেওয়া হল বিজেপির রাজ্য কমিটিতে।

প্রসঙ্গত গত কাল বৃহস্পতিবার সকাল ১১ টায় মাহেশ্বরী সদনে বিজেপির কর্মসমিতির একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছিল। সকল নেতা-নেত্রীকে বৈঠকে সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ না দিয়ে, বেশিরভাগকেই তাঁদের বাড়ি থেকেই ভার্চুয়াল ভাবে এই বৈঠকে যোগদান করতে বলা হয়েছিল। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা গতকাল দিল্লি থেকে ভার্চুয়াল ভাবে এই বৈঠকে যোগদান করেছিলেন ও বক্তব্য রেখেছিলেন।

এই বৈঠকের দুদিন আগে গত মঙ্গলবার রাজ্য বিজেপির কর্মসমিতির একটি বিশেষ তালিকা প্রকাশ ও চূড়ান্ত করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই তালিকায় শোভন চট্টোপাধ্যায়ের স্থান থাকলেও ছিল না বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর নাম। কিন্তু এই তালিকাতাই বিজেপির অনেক নতুন মহিলা মুখ যেমন জোতির্ময়ী শিকদার, অর্চনা মজুমদার, দেবযানী সেনগুপ্ত, প্রফেসর বীথিকা মণ্ডল, বিশ্বভারতীর প্রফেসর পুষ্পিতা, বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ মধুছন্দা কররা প্রমুখদের স্থান ছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির কর্মসমিতির তালিকাতে বান্ধবী বৈশাখী চট্টোপাধ্যায় এর নাম না থাকায় দলের প্রতি বিশেষভাবে ক্রুদ্ধ হন শোভন চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যমেও এই বিষয়ে তিনি বিজেপি দলের বিরুদ্ধে বিষোদগার করেন। এ বিষয়ে বিষেদাগার করতে দেখা যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও। এ প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে তিনি জানান যে, বিজেপি দলে শোভন চট্টোপাধ্যায় ও তিনি যথাযোগ্য সম্মান লাভ থেকে বঞ্চিত হয়েছেন। পূর্বদলে তাঁদের এমন অবস্থা ছিল না বলেও তাঁর দাবি।

তাঁদের এই ক্ষোভ প্রকাশের পর বিজেপি দলের পক্ষ থেকে তাঁদের শান্ত করতে ও বিজেপি দলে তাঁদেরকে উজ্জীবিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায় রাজ্য বিজেপিকে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর উদ্যোগে বিজেপির কর্মসমিতির তালিকায় স্থান দেওয়া হয় বৈশাখী বন্দোপাধ্যায়কে।এরপর গত বুধবার রাতেই বিজেপির কর্মসমিতির বৈঠকে যোগ দেবার ভার্চুয়াল লিংক পাঠিয়ে দেয়া হয় শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও। এই ঘটনায় ঘটনায় উভয়ই বিশেষ তৃপ্ত হন।

দলের রাজ্য রাজ্য কমিটিতে স্থান লাভ করে পেরে দলের প্রতি যথেষ্ঠ কৃতজ্ঞ বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে তিনি জানান, ” আমার খুব ভালো লাগছে। দল যেভাবে চাইবে সেভাবে কাজে লাগব। আমি কৃতজ্ঞ। দল চাইলে আমরা নেমে পড়ব।”

তবে বিশেষ কাজ থাকার জন্যে গতকালের এই বৈঠকে শোভন চট্টোপাধ্যায় যোগদান করতে করতে পারেন নি। নিজের এই অপারগতার কথা পূর্বেই তিনি দলকে জানিয়েছিলেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বিজেপি দলে শোভন চট্টোপাধ্যায়কে সক্রিয় করে তুলতে ও তাঁকে রাজনৈতিকভাবে উজ্জীবিত করতেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে বিজেপি রাজ্য কমিটিতে শামিল করার এই বিশেষ পদক্ষেপ নিল রাজ্য বিজেপি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!